এখন পড়ছেন
হোম > জাতীয় > জমজমাট রাজনীতি! ৫০ বছরের পুরনো পাওনা আদায়ে এবার মমতার সরকারকে চেপে ধরল যোগী সরকার!

জমজমাট রাজনীতি! ৫০ বছরের পুরনো পাওনা আদায়ে এবার মমতার সরকারকে চেপে ধরল যোগী সরকার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে যখন বিজেপি সরকারকে অস্বস্তিতে ফেলতে ব্যস্ত তৃণমূল কংগ্রেস, ঠিক তখনই বাংলার তৃণমূল সরকারের কাছে পাওনা টাকা আদায় করতে তৎপরতা দেখালো উত্তরপ্রদেশ পুলিশ। জানা গেছে, প্রায় 53 বছর আগের পাওনা টাকা এবার পশ্চিমবঙ্গের কাছ থেকে চাইতে শুরু করল উত্তরপ্রদেশের প্রশাসন। কিন্তু কেন এবং কিসের জন্য এই টাকা উত্তরপ্রদেশে পুলিশের পক্ষ থেকে চাওয়ার জন্য বাংলার সরকারকে চাপ দেওয়া হচ্ছে! তা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। বলাবাহুল্য, 1967 সাল বাংলার রাজনৈতিক মহলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। যেখানে অজয় মুখোপাধ্যায়ের নেতৃত্বে যুক্তফ্রন্ট সরকারের আমলে নকশালবাড়ি আন্দোলন ব্যাপক আকার ধারণ করে।

আর সেই সময় রাজ্যের পুলিশ ফোর্সের সংখ্যা অত্যন্ত কম থাকায় পরিস্থিতি শান্ত করতে উত্তরপ্রদেশ থেকে পুলিশ আনতে হয় তৎকালীন বাংলার যুক্তফ্রন্ট সরকারকে। যেখানে উত্তরপ্রদেশের পক্ষ থেকে বিরাট বাহিনী নিয়ে এসে পরিস্থিতির মোকাবিলা করে। হিসেব মত যে রাজ্য সেই পুলিশ প্রশাসন ডাকছে, তাদেরকেই তার সমস্ত খরচ বহন করতে হয়। জানা গেছে, 1967 সালের 15 ই নভেম্বর থেকে 1968 সালের 25 জুন পর্যন্ত এই রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয় উত্তরপ্রদেশ পুলিশ। পরবর্তীতে 1982 সালের নির্বাচনের সময় আবার তাদের ডাক পড়ে। আর সব মিলিয়ে উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে তাদের বাহিনী নিযুক্ত করার জন্য পশ্চিমবঙ্গ প্রশাসনের কাছে 8 লক্ষ 46 হাজার 240 টাকা ধার্য করা হয়। আর এবার সেই টাকা আদায়ের জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর চাপ সৃষ্টি করতে শুরু করল উত্তরপ্রদেশ প্রশাসন।

অনেকে বলছেন, এতদিন এই টাকা আদায়ের জন্য কোনো সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গ সরকারের ওপর চাপ সৃষ্টি করতে দেখা যায়নি। কিন্তু এবার উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে রাজ্য পুলিশের ডিরেক্টরেটের কাছে একটি চিঠি এসেছে বলে খবর। কিন্তু এতদিন পর কেন এই ব্যাপারে হুশ ফিরল উত্তরপ্রদেশ প্রশাসনের? এদিন এই প্রসঙ্গে উত্তরপ্রদেশের আইজি পদমর্যাদার এক কর্তা বলেন, “বিভিন্ন রাজ্যে তাদের ফোর্স ডিউটি করে এসেছে। সিংহভাগ রাজ্য থেকে ফ্রি এখনও আসেনি। কোন কোন রাজ্য পাঠায়নি, তার পুরনো লিস্ট ঘেটে দেখছেন। সেখানে পশ্চিমবঙ্গের নাম উঠে এসেছে।” এদিকে উত্তরপ্রদেশের তরফ থেকে এই চিঠি পেয়ে রীতিমত চক্ষুচড়কগাছ হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের প্রশাসনিক আধিকারিকদের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমান পরিস্থিতিতে এমনিতেই করোনা সহ একাধিক ভয়াবহ দুর্যোগ সামাল দিতে নুন আনতে পান্তা ফুরোনোর জোগাড় পশ্চিমবঙ্গ সরকারের ভাঁড়ারে। কিভাবে উন্নয়নমূলক প্রকল্প চলবে, তা নিয়ে চিন্তায় রয়েছে সকলে। তাই এই পরিস্থিতিতে উত্তরপ্রদেশ প্রশাসনের পক্ষ থেকে 50 বছর আগে কার বাকি খরচের হিসাব এবং টাকা মিটিয়ে দেওয়ার কথা বলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অস্বস্তি অনেকটাই বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, উত্তরপ্রদেশের ঘটনা নিয়ে সেখানকার বিজেপি সরকারের ওপর চাপ বাড়াতে শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও, সেই উত্তরপ্রদেশের বিজেপি সরকারের বিরুদ্ধে আইন শৃঙ্খলা অবনতি অভিযোগ তুলে সরব হতে দেখা যাচ্ছে। তাই এই অবস্থায় পশ্চিমবঙ্গকে চাপে ফেলতে যোগী প্রশাসনের পক্ষ থেকে 50 বছর আগেকার পুলিশ প্রশাসন পাঠানোর খরচ মেটানোর জন্য বাংলা সরকারকে চিঠি দেওয়া হল। যার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বর্তমান পরিস্থিতিতে এই টাকা মেটাতে গিয়ে অনেকটাই সমস্যার মুখে পড়বে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সবমিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!