এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জমজমাট রাজনীতি: অভিষেক ব্যানার্জিই ‘ভাইপো’ জানিয়ে চূড়ান্ত চ্যালেঞ্জ ছুঁড়লেন লকেট চ্যাটার্জি!

জমজমাট রাজনীতি: অভিষেক ব্যানার্জিই ‘ভাইপো’ জানিয়ে চূড়ান্ত চ্যালেঞ্জ ছুঁড়লেন লকেট চ্যাটার্জি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বর্তমানে বঙ্গ রাজনীতিতে “ভাইপো” শব্দ নিয়ে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। বিজেপির হাইপ্রোফাইল নেতারা অভিযোগ করেছেন, রাজ্যে পিসি-ভাইপোর সরকার চলছে। এক্ষেত্রে “ভাইপো” বলতে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বোঝাচ্ছেন তারা, তা পরিষ্কার রাজনৈতিক মহলের কাছে। তবে তৃণমূলের পক্ষ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিজেপিকে। যেখানে শুধুমাত্র “ভাইপো” বলে কেন আক্রমণ করা হচ্ছে, যদি সৎসাহস থাকে, তাহলে তার নাম নেওয়া হোক বলে পদ্ম শিবিরকে রীতিমত চ্যালেঞ্জ জানিয়েছেন তৃণমূলের যুবরাজ। আর এই পরিস্থিতিতে তারা কাকে “ভাইপো” বলছেন, তা পরিষ্কার করে দিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। যেখানে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে তাকে চ্যালেঞ্জ হেভিওয়েট এই বিজেপি নেত্রী।

সূত্রের খবর, শনিবার সিঙ্গুরের নতুন বাজার এলাকায় একটি দলীয় কর্মসূচিতে যোগ দেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে উঠে তৃনমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। শুধু তাই নয়, যে “ভাইপো” শব্দ উচ্চারণ করা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, সেই চ্যালেঞ্জের জবাব দেন এই বিজেপি নেত্রী। লকেট চট্টোপাধ্যায় বলেন, “আমরা ওর নাম করতে চাই না। কারণ উনি তার যোগ্য নন। তবুও নামটা একবার বলে দিচ্ছি, ভাইপো মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়। যা করার আছে সামনাসামনি করো।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিক ভাবেই তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতির নাম উচ্চারণ করে এবার যে তাকেই “ভাইপো” বলা হচ্ছে, তা পরিষ্কার করে দিলেন লকেট চট্টোপাধ্যায়। আর লকেট চট্টোপাধ্যায়ের এই মন্তব্যকে কেন্দ্র করে এবার যে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল তৈরি হবে, তা বলার অপেক্ষা রাখে না। বিশ্লেষকদের একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর “তোলাবাজ ভাইপো হটাও” বলে শ্লোগান দিয়েছেন।

অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করেই তিনি যে এই মন্তব্য করেছেন, তা স্পষ্ট সকলের কাছে। তবে তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে বিজেপির উদ্দেশ্যে‌ যে, কেন শুধুমাত্র ভাইপো বলে চুপ করে থাকছে গেরুয়া শিবির! কেন নাম উচ্চারণ করার সাহস নেই বিজেপির! আর এই পরিস্থিতিতে রীতিমতো “ভাইপো” বলতে তারা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই বোঝাতে শুরু করেছেন, তা দলীয় সভা থেকেই পরিস্কার করে দিলেন লকেট চট্টোপাধ্যায়।

পাশাপাশি এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিতেও দেখা গেল তাকে। স্বাভাবিক ভাবেই বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতিতে শাসক-বিরোধী পারদ ক্রমশ বাড়তে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে লকেট চট্টোপাধ্যায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উচ্চারণ করে তাকে আক্রমণ করায় তা নিঃসন্দেহে শোরগোল ফেলে দিল বঙ্গ রাজনীতিতে। এখন বিজেপি সাংসদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!