এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > জমজমাট রাজনীতি: শুভেন্দুর হাফ লাখে নন্দীগ্রামে মমতাকে হারানোর স্বপ্নে এসে গেল পাল্টা কাঁটা?

জমজমাট রাজনীতি: শুভেন্দুর হাফ লাখে নন্দীগ্রামে মমতাকে হারানোর স্বপ্নে এসে গেল পাল্টা কাঁটা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনে মেদিনীপুর জেলার নন্দীগ্রাম উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করতে চলেছে। বিশেষজ্ঞদের মতে, নন্দীগ্রাম এখন তৃণমূল বিজেপির লড়াইয়ের ভরকেন্দ্র হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। একুশের বিধানসভা নির্বাচনে জয়ের ধারা বজায় রাখতে কিছুদিন আগেই নন্দীগ্রামে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাই ভোল্টেজ সভা করে জবরদস্ত চমক দিয়েছিলেন রাজ্যবাসীকে। ঘোষণা করেছিলেন, একুশের বিধানসভার নির্বাচনে তিনি নন্দীগ্রাম থেকে লড়তে চলেছেন। এখনো পর্যন্ত যা নিয়ে চলছে রাজ্য রাজনীতিতে চূড়ান্ত আলোড়ন।

অন্যদিকে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই নন্দীগ্রামের প্রাক্তন বিধায়ক তথা এই মুহূর্তে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন, নন্দীগ্রামে তৃণমূল নেত্রীকে 50 হাজার ভোটে তিনি হারাবেন। কিন্তু এবার সামনে আসছে অন্য তথ্য। বৃহস্পতিবার নবান্নে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের সঙ্গে দেখা করে নন্দীগ্রাম পঞ্চায়েত কমিটির সভাপতি আবু তাহের জানিয়ে দিলেন, তৃণমূল নেত্রী নন্দীগ্রামে অন্তত 50 হাজার ভোটে জিততে চলেছেন। খুব স্বাভাবিকভাবেই আবু তাহেরের এই দাবি কার্যত প্রশ্নের মুখে ফেলে দিল শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জকে। প্রসঙ্গত, তৃণমূল নেতা আবু তাহের নন্দীগ্রাম আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, বর্তমানে তৃণমূল-বিজেপির লড়াই কিন্তু ক্রমশ মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারীতে এসে ঠেকেছে। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘোষণার পরেই রাসবিহারীর সভা থেকে শুভেন্দু অধিকারী কড়া আক্রমণ চালান ও পাল্টা চ্যালেঞ্জ ছোঁড়েন। পাশাপাশি তিনি জানান, তৃণমূল নেত্রীকে না হারাতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। একই সঙ্গে তাঁর সাথে তালে তাল মেলান কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তবে আবু তাহেরের দাবিতে নন্দীগ্রামের রাজনৈতিক গুরুত্ব নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে। এদিন নবান্নে ফিরহাদ হাকিমের সঙ্গে বৈঠক করে তৃণমূল ভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আসেন আবু তাহের।

এবং সেখানেই তিনি জানান, নন্দীগ্রাম থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 50 হাজার ভোটে জিতবেন। শুভেন্দু অধিকারী প্রসঙ্গে তিনি বলেন, শুভেন্দু অধিকারী হারাবে না, হারবে। সব মিলিয়ে এই মুহূর্তে নন্দীগ্রাম প্রসঙ্গ হয়ে উঠেছে জমজমাট বাংলার রাজনীতিতে। একুশের বিধানসভার নির্বাচন জিততে মরিয়া এই মুহূর্তে রাজ্যের প্রধান দুই দল তৃণমূল এবং বিজেপি। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, শুভেন্দু অধিকারী বিজেপিতে আসার পর থেকেই নন্দীগ্রাম নিয়ে যথেষ্ট চাপে ছিলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাই নন্দীগ্রাম থেকেই তিনি পাল্টা ছক্কা হাঁকান প্রার্থী হতে চেয়ে। তাহলে আবু তাহেরের দাবি কি কার্যত শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জের রাস্তায় কাঁটা হয়ে দাঁড়াচ্ছে? নজর থাকবে ওয়াকিবহাল মহলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!