এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জনসভায় দাঁড়িয়ে আপত্তিকর বক্তব্য যুব তৃণমূল নেতার, নিন্দার ঝড় রাজনীতি মহলে

জনসভায় দাঁড়িয়ে আপত্তিকর বক্তব্য যুব তৃণমূল নেতার, নিন্দার ঝড় রাজনীতি মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের বিধানসভা নির্বাচন প্রায় শেষ দিকে এসে পৌঁছেছে। কিন্তু রাজ্যের নেতা-নেত্রীদের আক্রমণ, প্রতি-আক্রমনের ঝাঁজ এখনো পুরোমাত্রায়। একে-অপরকে আক্রমণ করতে গিয়ে অনেক সময়ই শালীনতার সীমা অতিক্রম করে যাচ্ছেন তাঁরা। জনসভা থেকে রাখা তাঁদের নানা বক্তব্য তীব্র বিতর্কর সৃষ্টি করছে বারেবারে। এই পরিস্থিতিতে সম্প্রতি মালদহের এক সভা থেকে যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য জনগণকে কুকুর, বিড়াল, গরু, ছাগলের সঙ্গে তুলনা করেছেন। যে ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজ্যের রাজনীতি মহলে।

সম্প্রতি মালদহ জেলার মালতীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সীর হয়ে নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিলেন যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। মালতীপুরের জালালপুর স্কুল প্রাঙ্গণে এক জনসভায় তিনি যোগদান করেছিলেন। এখান থেকেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে বেশ কিছু আপত্তিকর বক্তব্য রাখতে দেখা গেছে এই যুব তৃণমূল নেতাকে।

মালতীপুরের এই সভা থেকে শুভেন্দু অধিকারীকে বেইমান বলে কটাক্ষ করেছেন তিনি। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী মায়ের সঙ্গে বেঈমানী করেছেন। তাঁকে শিক্ষা দেয়া উচিত। এর পরেই তাঁকে বলতে শোনা যায় যে, কিছুদিন আগে শুভেন্দু অধিকারী এখানে সভা করতে এসেছিলেন। তাঁর জনসভাতে খুব বেশি লোক হয়নি। মাত্র ৫০০ টি কুকুর, বিড়াল, গরু,ছাগল এই সভায় যোগদান করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়া সেদিন দেবাংশু ভট্টাচার্য কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও একাধিক অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, বিজেপি উন্নয়ন করেনা, জাতপাতের রাজনীতি করে থাকে। ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল জয়ের হ্যাটট্রিক করবে। সেখানে মালদা সবথেকে বড় ভূমিকা গ্রহণ করবে। তবে, জনগণকে নিয়ে তিনি যে আপত্তিকর বক্তব্য করেছেন, তা নিয়ে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।

তার এই বক্তব্য প্রসঙ্গে মালতীপুরের বিজেপি প্রার্থী দীপঙ্কর রাম জানালেন যে, মুখ্যমন্ত্রী নিজেই সরকারি কর্মচারীদের ঘেউ ঘেউ করতে বারণ করে দিয়েছিলেন। আসলে সম্পূর্ণ তৃণমূল দলটাই মানুষকে গরু, ছাগল মনে করে থাকে। এটা নতুন কিছু নয়। এসব শুনে শুনে তাঁরা অভ্যস্ত হয়ে গেছেন।

অন্যদিকে, দেবাংশু ভট্টাচার্যর এই বক্তব্য প্রসঙ্গে মালতীপুরের কংগ্রেস প্রার্থী আসিফ মেহবুব জানালেন, নির্বাচনের প্রচারে এসে দেবাংশু ভট্টাচার্য সমগ্র চাঁচলবাসীকে অপমান করেছেন। রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে। তবে মানুষকে এভাবে জন্তু-জানোয়ার বলে সম্বোধন করা মোটেই কাম্য নয়। দেবাংশু ভট্টাচার্যের এই বক্তব্য যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে। দলের একজন যুবনেতা তথা মুখপাত্রর এমন বক্তব্য রাখা কতটা শোভনীয়? তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!