এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > জঙ্গলমহলে আবারও শুরু গেরুয়া ঝড়! বড়সড় যোগদানের ধাক্কায় টালমাটাল তৃণমূল সহ সমস্ত বিরোধীরা?

জঙ্গলমহলে আবারও শুরু গেরুয়া ঝড়! বড়সড় যোগদানের ধাক্কায় টালমাটাল তৃণমূল সহ সমস্ত বিরোধীরা?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  গত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের বিজেপির উত্থানে শঙ্কিত হয়েছিল তৃণমূল কংগ্রেস। জঙ্গলমহলের একাধিক জায়গায় ভারতীয় জনতা পার্টির উত্থান নিঃসন্দেহে অস্বস্তিতে ফেলেছিল ঘাসফুল শিবিরকে। তবে বিভিন্ন কারণেই হোক বেশ কিছুদিন ধরে জঙ্গলমহলের নিজেদের সংগঠন পুনরুদ্ধারে নেমেছে তৃণমূল কংগ্রেস। যার ফলে কিছুটা হলেও চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি।

আর এবার তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে চাপে ফেলে দিয়ে ঘাটালে দলবদলের অনুষ্ঠান অনুষ্ঠিত হল। যেখানে জেলায় বিভিন্ন দল থেকে 100 টি পরিবার যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। কিন্তু কেন এই দলবদল অনুষ্ঠিত হল?জানা গেছে, বিজেপিতে যোগ দেওয়া নেতা কর্মীরা জানিয়েছেন, স্থানীয় তৃণমূল নেতৃত্ব স্বজনপোষণ শুরু করেছেন। তাই তার বিরুদ্ধে তারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে কংগ্রেস এবং বাম কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের দল এখন সঠিক অবস্থান পালন করছে না। তাই তারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে বাধ্য হলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ঘাটাল লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের দখলে। এখানকার সাংসদ বিখ্যাত সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেব। তাই এমন একটা তৃণমূলের শক্ত ঘাঁটিতে তৃণমূল বা অন্যান্য দল ছেড়ে বিজেপিতে যোগদান ভারতীয় জনতা পার্টিতে যোগদান অনেকটাই উজ্জীবিত করল বলেই মত বিশেষজ্ঞদের।

এছাড়াও এই গোটা ঘটনায় শাসকদল সহ বাম এবং কংগ্রেস ব্যাপক চাপে পড়ল। 2021 এর বিধানসভা নির্বাচনের আগে এই যোগদান নয়া সমীকরণ তৈরি করবে বলেই মনে করছেন সকলে। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, দলবদলের ফলে ঘাটালের রাজনৈতিক পরিস্থিতি কোন ইঙ্গিত বহন করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!