এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জন্মদিনে শ্যামাপ্রসাদের মূর্তি উন্মোচন করে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর, জেনে নিন!

জন্মদিনে শ্যামাপ্রসাদের মূর্তি উন্মোচন করে তৃণমূলকে কটাক্ষ শুভেন্দুর, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  দায়িত্ব পাওয়ার পর থেকেই রাজ্যের শাসক শিবিরকে রীতিমতো তুলোধোনা করছেন রাজ্যের বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অতীতের বিরোধী দল বাম এবং কংগ্রেস মত হালকাভাবে তারা যে কণ্ঠস্বর প্রয়োগ করবেন না, তা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছেন তিনি। বিধানসভার প্রথম দিনের অধিবেশনেই হৈ- হট্টগোল ও বিক্ষোভের মধ্যে দিয়ে আগামী দিনগুলো যে এর থেকেও ভয়াবহ হতে চলেছে, তা তৃণমূল সরকারকে চাপে রেখে বোঝানোর চেষ্টা করেছিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। বর্তমান পরিস্থিতিতে ভোটের ফলাফল প্রকাশের পর থেকেই রাজ্যে হিংসা শুরু হয়েছে বলে তৃণমূলের বিরুদ্ধে প্রধান অভিযোগ তুলতে দেখা যাচ্ছে গেরুয়া শিবিরকে। আর এবার জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে তারা আবক্ষ মূর্তি উন্মোচন করে শাসক শিবিরকে একহাত নিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই জনসংখ্যার প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের একটি মূর্তি ভেঙ্গে দেওয়ার অভিযোগ উঠেছিল। আর তার পরিপ্রেক্ষিতেই এদিন তার জন্মদিন উপলক্ষে পানিহাটি বেঙ্গল কেমিক্যাল মোড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই মূর্তি উন্মোচন করেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা যায় নন্দীগ্রামের বিজেপির বিধায়ককে। এদিন তিনি বলেন, “রাজ্যে বিজেপি কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনকি শ্যামাপ্রসাদের মূর্তিও বাদ দেওয়া হয়নি। তাই সেই স্থানে পুনরায় মূর্তি স্থাপন করা হল।” অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙ্গার পেছনে যে তৃণমূল কংগ্রেস জড়িত, নতুন করে মূর্তি উন্মোচন করে সেই কথাই তুলে ধরার চেষ্টা করলেন বিজেপির বিরোধী দলনেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশ্লেষকদের মতে, বিধানসভার ভেতরে এবং বাইরে ভোট পরবর্তী হিংসা নিয়েই এখন শাসকদলের অস্বস্তি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি। প্রতিটি সময় তৃনমূল কংগ্রেসকে আক্রমণ করে এই হিংসার কথা তুলে ধরে বাংলার পরিস্থিতি যে অত্যন্ত সঙ্কটজনক তা তুলে ধরার চেষ্টা করছেন বিজেপি নেতারা। স্বাভাবিকভাবেই বিজেপির এই একতরফা আক্রমণে যথেষ্ট চাপে তৃণমূল সরকার। আর এই পরিস্থিতিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি ভাঙ্গার পেছনে তৃনমূল কংগ্রেসকে দায়ী করে নতুন মূর্তি উন্মোচন করে কার্যত শোরগোল ফেলে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!