জনবিচ্ছিন্ন হয়ে গিয়েছে তৃণমূল! গতকালের ভোটে আবার প্রমাণিত! তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য July 11, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গতকাল কি করে নির্বাচন হয়েছে, তা গোটা রাজ্যের মানুষ দেখেছে। এই নির্বাচন করে কি লাভ, এটাই তো বড় প্রশ্ন এখন সকলের মধ্যে। যেখানে তৃণমূল নিজেরাই সব আসন দখল করবার জন্য শুধু সন্ত্রাস চালাবে এবং পুলিশকে নিয়ে বিরোধীদের ওপর হামলা করবে, তখন ভোটের কি দরকার? তবে স্বাভাবিক নিয়মে মানুষের ভোট পেয়ে যে তৃণমূল জিততে পারবে না, এটা বুঝতে পেরেই তারা এখন এই সন্ত্রাসের আশ্রয় নিচ্ছে। যার ফলে একটা জিনিস গতকালের ভোটের পর আরও স্পষ্ট হয়ে গিয়েছে যে, তৃণমূল কংগ্রেস এই রাজ্যে কার্যত জনবিচ্ছিন্ন। এদিন তেমনটাই বললেন রাজ্যসভার বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য। প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। আর সেখানেই তিনি বলেন, “এদিনের ভোটের পর আরও প্রমাণ হয়ে গেল, তৃণমূল কংগ্রেস জনবিচ্ছিন্ন। গ্রামের পর গ্রাম তারা পুলিশ দিয়ে ভয় দেখিয়ে মানুষকে আতঙ্কের মধ্যে ফেলে এই নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করেছে।” অর্থাৎ এই রাজ্যের শাসক দল হয়ত এবারও উপনির্বাচনে বিপুলভাবে জয়লাভ করবে। কিন্তু তারা কতটা নিজেদের সর্বনাশ নিজেরা করছে, সেটা বুঝতে পারছে না। কারণ সবকিছুর শেষ বলে একটা জিনিস আছে। তাই মানুষকে ভোট দিতে না দিয়ে ভয় দেখিয়ে যে কণ্ঠরোধের চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে, তাতে প্রমাণিত যে, মানুষ তাদের সঙ্গে নেই। যেদিন সুযোগ আসবে, সেদিন মানুষের দ্বারা পরিচালিত নির্বাচনে অস্তিত্ব সংকটের মুখে পড়বে এই তৃণমূল কংগ্রেস। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। আপনার মতামত জানান -