এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “জননেতা নন” শুভেন্দুকে কটাক্ষ করে বিস্ফোরক দিলীপ!

“জননেতা নন” শুভেন্দুকে কটাক্ষ করে বিস্ফোরক দিলীপ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বর্তমানে রাজ্য বিজেপিতে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। অর্জুন সিংহ দলবদল করার পর তাকে ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দিয়েছে ভারতীয় জনতা পার্টি। সেদিক থেকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং তার অনুগামীরা এখন অনেকটাই পিছনের সারিতে বলেই মনে করছেন একাংশ। আর এই পরিস্থিতিতে এবার সেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। যেখানে সরাসরি শুভেন্দু অধিকারী জননেতা নন বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বলেন, “শুভেন্দু অধিকারী কোনো জননেতা নয়। শুধুমাত্র মেদিনীপুরের নেতা জননেতা হলে বিরোধী দলনেতা হওয়ার পরেও বাংলায় বিজেপি আরও দুর্বল হচ্ছে কেন! মেদিনীপুরে বিরোধী দলনেতার জনপ্রিয়তা থাকলেও, অন্য জেলায় সেভাবে নেই।”

বিশেষজ্ঞদের মতে, এতদিন এই ব্যাপারে বিজেপির অন্দরে নানা গুঞ্জন তৈরি হয়েছে। কিন্তু এবার দিলীপ ঘোষ রাখঢাক না করেই যে কথা বললেন, তাতে স্পষ্ট হয়ে গেল, তার সঙ্গে শুভেন্দু অধিকারীর দূরত্ব ক্রমেই প্রকট হচ্ছে। যার ফলে কার্যত চাপের মুখে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!