এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জনসংযোগে ভরসা রেখেই বাজিমাতের পরিকল্পনা তৃণমূলের, ‘সন্ত্রাস’ ঠেকাতে বিজেপির ভরসা যুববাহিনী

জনসংযোগে ভরসা রেখেই বাজিমাতের পরিকল্পনা তৃণমূলের, ‘সন্ত্রাস’ ঠেকাতে বিজেপির ভরসা যুববাহিনী


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন রণাঙ্গনে নেমে পড়েছে তৃণমূল থেকে বিজেপি দুই পক্ষ। ইতিমধ্যেই জনসংযোগকে প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিজেপির বিরুদ্ধে প্রচার করতে শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। পাল্টা বিজেপির পক্ষ থেকে প্রতিটি বুথে 11 জনের বিশেষ যুব বাহিনী তৈরি করে নির্বাচনের সময় তা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

অর্থাৎ বিজেপি চাইছে, নির্বাচনের সময় যাতে সন্ত্রাস করলে, তা আটকে দেওয়া সম্ভব হয়, তার জন্যই প্রতি বুথে তারা এখন থেকে যুব বাহিনীকে কাজে লাগানোর উদ্যোগ নিচ্ছে বলে মত একাংশের। প্রসঙ্গত উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের পুরুলিয়া জেলার একটি আসনও দখল করতে পারেনি ভারতীয় জনতা পার্টি। তবে লোকসভায় তারা অনেকটাই ভালো ফল করেছিল।

তাই আগামী বিধানসভা নির্বাচনে যাতে এই পুরুলিয়া জেলা থেকে কিছু আসন নিজেদের দখলে রাখা যায়, তার জন্য বিজেপির পক্ষ থেকে এখন জোর কদমে ময়দানে নামা হয়েছে। পাল্টা তৃণমূলের পক্ষ থেকে জনসংযোগকে বেছে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ব্যাপক প্রচার করা হচ্ছে।

এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূলের মুখপাত্র নব্যেন্দু মাহালি বলেন, “লোকসভা নির্বাচনে পুরুলিয়ায় তৃনমূলের ফলাফল খারাপ হলেও বিধানসভা নির্বাচন সম্পূর্ণ আলাদা। রাজ্য সরকারের কাজের প্রচার বুথে বুথে করা হবে। ব্লক এবং অঞ্চল কমিটি গঠন করা হয়েছে। আমরা সব থেকে বেশি জোর দিয়েছি বুথের সংগঠন শক্তিশালী করার উপরে। আগামী কয়েকদিনের মধ্যেই বুথ স্তরের নতুন কমিটি গঠন সম্পন্ন হবে। তবে শুধু কমিটি গঠনে থেমে থাকা নয়, প্রতিটি বুথের কর্মীরা এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে যাবেন। রাজ্য সরকারের কাজের প্রচারের পাশাপাশি সাধারণ মানুষের সুখ-দুঃখের খবর নেবেন। তাদের বিপদে পাশে থাকবেন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে এই ব্যাপারে পুরুলিয়া জেলা বিজেপির মুখপাত্র তথা যুব মোর্চার সভাপতি নিলোৎপল সিনহা বলেন, “জেলার সবকটি বিধানসভায় বিজেপি এগিয়ে রয়েছে। তাই বুথগুলোকে তৃণমূলের সন্ত্রাস থেকে আগলে রাখতে পারলেই আমাদের জয় নিশ্চিত। সেই লক্ষ্যে যুব মোর্চার পক্ষ থেকে “পার বুথ ইলেভেন ইউথ” নামে একটি কর্মসূচি শুরু করা হয়েছে। কমপক্ষে 11 জন যুবকে সংগঠিত করা হচ্ছে।”

পর্যবেক্ষকরা বলছেন, বিধানসভা নির্বাচনের হাতে আর কয়েক মাস বাকি। কিন্তু তার আগেই এখন লড়াই জমে উঠেছে। একদিকে তৃণমূল নিজেদের সরকারের উন্নয়ন এবং জনসংযোগকে পাখির চোখ করে মানুষের কাছে যেতে শুরু করেছে, অন্যদিকে বিজেপি চেষ্টা করছে, আগামী বিধানসভা নির্বাচনে যাতে সন্ত্রাস আটকানো যায়।

আর তাই প্রত্যেকটি বুথে 11 জন করে যুব বাহিনী তৈরি করে এখন থেকেই সংগঠনকে মজবুত করার চেষ্টা করছে তারা। অর্থাৎ তৃণমূল এবং বিজেপি দুই দল এখন বসে না থেকে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে পুরুলিয়া জেলায় নিজেদের সংগঠনকে শক্তিশালী এবং মজবুত করতে শুরু করেছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!