এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “জরুরি অবস্থার থেকেও খারাপ” কেন্দ্রকে বিঁধে বড় বার্তা অভিষেকের !

“জরুরি অবস্থার থেকেও খারাপ” কেন্দ্রকে বিঁধে বড় বার্তা অভিষেকের !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে সেন্ট্রাল পার্কে এসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সোচ্চার হতে দেখা যায় তাকে। মূলত, সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে সংসদে কি কি শব্দ ব্যবহার করা যাবে না, তা নিয়ে একটি তালিকা প্রকাশ করা হয়েছে। আর সেই তালিকার বিরুদ্ধেই মন্তব্য করে জরুরি অবস্থার থেকেও খারাপ অবস্থা বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “ব্রিটিশ শাসনেও মানুষ এতটা পরাধীন ছিল না। কেন্দ্র ঠিক করে দেবে, আমরা কি খাব! কিভাবে পুজো করব! কি বলবো! জরুরি অবস্থার থেকেও খারাপ অবস্থা। কেন্দ্রীয় সরকার পৈতৃক সম্পত্তির মতো দেশ চালাচ্ছে।”

অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে, কেন্দ্রীয় সরকার নিজেদের মতো করে শব্দ ঠিক করে দিচ্ছে। আর সেই শব্দ সংসদে যাতে না বলা হয়, সেই ব্যাপারে নির্দেশিকা জারি করে কার্যত ব্রিটিশ শাসনের পরিস্থিতি তৈরি করা হচ্ছে গোটা দেশ জুড়ে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!