এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > যশের ক্ষতিপূরণ ও ত্রাণকার্য নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার

যশের ক্ষতিপূরণ ও ত্রাণকার্য নিয়ে বিস্ফোরক অভিযোগ রাজ্যের বিরোধী দলনেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বুধবার ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়েছিল রাজ্যের উপকূল ভাগে। উপকূলের একাধিক জেলার মধ্যে ব্যাপক ক্ষতি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলার। গতকাল পূর্ব মেদিনীপুরের একাধিক ক্ষতিগ্রস্ত এলাকায় মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিলেন শুভেন্দু অধিকারী। সরকারি ত্রাণকার্য নিয়ে একাধিক অভিযোগ করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, কেন্দ্রীয় সরকারের দেওয়া টাকা আম্ফানের সময় যেমন উধাও হয়ে গিয়েছিল, এবারও তা মাঝপথে উধাও হয়ে যাবে। এ বিষয়ে বিশেষ সজাগ হতে বলেছেন তিনি দলের কর্মীদের।

গতকাল নিজের উদ্যোগে নন্দীগ্রাম ও খেজুরির একাধিক এলাকায় সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন, ভারত সেবাশ্রম সংঘ ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছে। মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেবার পর শুভেন্দু অধিকারী জানালেন, যে ধরনের সরকারি উদ্যোগ থাকার কথা ছিল, তা হয়নি। রান্না করা খাবার থেকে শুরু করে ফ্লাড সেন্টার তৈরি করার কাজে যেরকম সরকারি উদ্যোগ নেওয়ার প্রয়োজন ছিল, তা করা হয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি জানালেন যে, যশ চলে যাবার পর ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে সাহায্যের কথা জানানো হয়েছে। তবে তিনি আশঙ্কা করেছেন, আমফানের সময় যেমন ত্রাণের টাকা মাঝপথে উধাও হয়ে গিয়েছিল। এবারও তাই হবে। তাই এ বিষয়ে বিজেপি কর্মীদের বিশেষ সজাগ থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি নির্দেশ দিয়েছেন, ত্রাণের বিষয়ে দলের কর্মীদের সবসময় নজর রাখতে। তিনি জানালেন, পঞ্চায়েত ও বিডিও অফিসে ড্রপবক্স রাখা হয়েছে। সেখানে ক্ষতির বিবরণ দিয়ে আবেদন জানানো যাবে। সাধারণ মানুষকে তিনি পরামর্শ দিয়েছেন যে, আবেদন জানাবার পর তার রিসিভ কপি নিজের কাছে রেখে দিতে। না হলে পরবর্তী সময়ে সরকারের পক্ষ থেকে বলা হতে পারে যে, কোনো আবেদনই জানানো হয় নি। দলের কর্মীদের তিনি জানিয়েছেন মেইল করে বিডিওর কাছে ক্ষতিপূরণের আবেদন জানাতে।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সাধারণ মানুষ যদি ক্ষতিপূরণের সাহায্য না পান, তবে তীব্র লড়াই করবেন তিনি। ক্ষতিগ্রস্ত মানুষেরা যেন কোন ভাবেই বঞ্চিত না হন, এজন্য তিনি মানুষের পাশে থাকবেন। সম্প্রতি যশের ত্রাণকার্যে দলবাজি ও অনিয়মের অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর এবার একই ধরনের অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতবছর আম্ফান ঝড়ের সময় ত্রাণকার্য নিয়ে ব্যাপক অভিযোগ তোলা হয়েছিল একাধিক বিরোধী শিবির থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!