এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যশের ত্রাণ বন্টনে অনিয়ম ও দলবাজির অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির

যশের ত্রাণ বন্টনে অনিয়ম ও দলবাজির অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর আম্ফান ঝড়ের ত্রাণকার্য ও সরকারি ক্ষতিপূরণ নিয়ে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ কারণে এবার এ বিষয়ে বিশেষ ভাবে সচেতন রাজ্য সরকার। যশ কবলিত এলাকার মানুষদের ক্ষতিপূরণ দিতে দুয়ারে ত্রাণ প্রকল্পের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যশের ত্রাণকার্য নিয়ে একাধিক অনিয়ম ও দলবাজির অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমফানের মত ঘূর্ণিঝড় যশ বহু মানুষের সর্বস্ব কেড়ে নিয়েছে। রাজ্যের উপকূল এলাকায় ঝড় ও জলোচ্ছ্বাসে বহু মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছেন। ঘরবাড়ি হারিয়ে, সহায় সম্বল হারিয়ে ত্রাণশিবিরে কোনরকমে দিন গুজরান করছেন বহু মানুষ। এই আবহে দাঁড়িয়ে দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী সঠিকভাবে পৌঁছে দেওয়া হচ্ছে না বলে, অভিযোগ করা হয়েছে বিরোধী শিবির থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অভিযোগ করেছেন যে, যশ ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে খাবার, পানীয় জল পৌঁছে দেয়া হচ্ছে না। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আর্থিক সাহায্য চাইছেন, কিন্তু ক্ষতিগ্রস্ত মানুষদের কাছে সামান্য মুড়ি, গুড়, জল তিনি পৌঁছে দিতে পারছেন না। ত্রিপল পর্যন্ত পৌঁছে দিতে পারছেন না সাধারণ মানুষকে। ঘরবাড়ি হারিয়ে প্রচন্ড কষ্টের মধ্যে রয়েছেন মানুষেরা। কিন্তু ত্রাণের বিষয় নিয়ে চলছে রাজনীতি।

তিনি অভিযোগ করেছেন, যেসব স্থানে উপকূল ভেঙে পড়েছে, সে সব জায়গায় প্রচন্ড কষ্টে রয়েছেন মানুষেরা। মৎস্যজীবী মানুষদের সর্বস্ব চলে গেছে। মাটিতে মিশে গেছে অনেকের বাড়ি। অনেকের বাসনপত্র পর্যন্ত হারিয়ে গেছে। তাই তাদের যদি চাল-ডাল দেয়া হয়, তবে তাঁরা রান্না করে খেতে পারবেন না। এ কারণে অস্থায়ী আস্তানা করে একসঙ্গে রান্নাবান্না করে কোনরকমে খাচ্ছেন তাঁরা।

তিনি অভিযোগ করেছেন, সরকারের পক্ষ থেকে এই সকল মানুষদের কাছে সহযোগিতা এসে পৌঁছায়নি। সরকারি আধিকারিকেরা সঠিকভাবে নিজেদের কাজ করছেন না। সর্বত্র রাজনৈতিক রঙ দেখা হচ্ছে ও বঞ্চনা করা হচ্ছে বলে, অভিযোগ করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!