এখন পড়ছেন
হোম > অন্যান্য > যশেই শেষ নয়, নয়া ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্ক বাড়িয়ে রাজ্যবাসীকে সতর্কবার্তা আবহাওয়া দফতরের

যশেই শেষ নয়, নয়া ঘূর্ণিঝড় নিয়ে আতঙ্ক বাড়িয়ে রাজ্যবাসীকে সতর্কবার্তা আবহাওয়া দফতরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যশের ক্ষত এখনো মেরামত করা সম্ভব হয়নি। রাজ্যের উপকূলবর্তী একাধিক এলাকা এখনো জলের তলে। বহু মানুষ যেমন ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন, তেমনি নোনাজল ঢুকে পড়ে চাষবাস, মাছ চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। এই পরিস্থিতির মধ্যে আবার ঝড়ের সতর্কবার্তার কথা জানাচ্ছেন আবহবিদেরা। উপকূল ভাগে আবার বড়সড় ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আশঙ্কা দেখা দিচ্ছে।

বঙ্গোপসাগরে বুকে আবার ধেয়ে আসতে পারে বড়োসড়ো সাইক্লোন। গতকাল বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা থেকে যেমন প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, তেমনই এই নিম্নচাপ সাইক্লোনে রূপান্তরের আশঙ্কা আছে। গতকাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণবাত শক্তিশালী সাইক্লোনে রূপান্তরিত হয়ে উপকূলভাগে আছড়ে পড়তে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

উড়িষ্যার উপকূল ভাগে এর আছড়ে পড়ার সম্ভাবনা আছে, তবে, তার প্রভাব এ রাজ্যেও যথেষ্টভাবে পড়তে পারে বলে, জানাচ্ছেন আবহবিদেরা। ঝড় মোকাবেলায় প্রস্তুতি ইতিমধ্যে নিতে শুরু করেছে উড়িষ্যা সরকার। কন্ট্রোল রুম খোলা থেকে শুরু করে নানা রকম প্রস্তুতি শুরু হয়ে গেছে উড়িষ্যাতে। তবে, ঝড়ের গতিপথ এখনো স্পষ্ট নয়, পরিবর্তনের সম্ভাবনাও আছে।

এদিকে, এই নিম্নচাপের হাত ধরেই দক্ষিণবঙ্গে শুরু হলো বর্ষা। জানা যাচ্ছে, এই নিম্নচাপ আগামী ২৪ ঘণ্টায় আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। যা থেকে একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গে প্রায় এক সপ্তাহ আগে থেকে বর্ষা শুরু হয়েছে, এবার শুরু হলো দক্ষিণবঙ্গে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, হাওড়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দক্ষিণ বঙ্গের সমস্ত জেলায় অল্পসময়ের মধ্যেই বর্ষা প্রবেশ করবে। আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা আছে। আবার উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও চলবে ভারী বৃষ্টি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!