এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যশের ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত খোদ রাজ্যের মন্ত্রী, অভিযোগের অঙ্গুলি তৃণমূলের দিকে

যশের ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত খোদ রাজ্যের মন্ত্রী, অভিযোগের অঙ্গুলি তৃণমূলের দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্ত দুর্গতদের ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হলেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। তিনি অভিযোগ করেছেন, গতকাল শুক্রবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির সরবেড়িয়া অঞ্চলে ঘূর্ণিঝড় যশে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিতে গিয়ে আক্রান্ত হয়েছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, ত্রাণ দিতে যাওয়ার সময় ধাক্কা মেরে তাঁকে সরিয়ে দেয়া হয়েছে। সেই সঙ্গে তাঁর গাড়ির চালক ও খালাসিদের মারধর করে তাঁদের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নেওয়া হয়েছে। তিনি অভিযোগ করেছেন, স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা ও দুষ্কৃতীদের উস্কানিতেই একাজ হয়েছে। নবান্নের ডিজি কন্ট্রোলের কাছে ফোন করেও কোনো লাভ হয়নি। এই ঘটনায় তিনি অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে।

গতকাল রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী ও সেইসঙ্গে জমিয়ত উলেমা-এ-হিন্দের রাজ্য সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী অভিযোগ করেছেন যে, রাজ্যের একজন ক্যাবিনেট মন্ত্রীর উপরে এই ধরনের হামলা অমানবিক। আবার, ত্রাণের গাড়ির চালক মুক্তার আলি জানিয়েছেন যে, গতকাল ২০-২৫ জনের একটি দল এসে ত্রাণের গাড়ি সরবেড়িয়া বাজারে নিয়ে যাবার জন্য জোরাজুরি করতে শুরু করে। তিনি এতে রাজি না হওয়ায়, তাদের ওপর মারধর করে গাড়ির চাবি কেড়ে নেয়া হয়। এরপর ত্রাণের জিনিসপত্র লুটপাট করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অভিযোগ করেছেন, গতকাল যখন এই গোলমাল ঘটেছিল তখন পুলিশ প্রশাসনের কাউকে সে স্থানে পাওয়া যায়নি। এই ঘটনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আজ রাজ্যজুড়ে প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নেয়া হয়েছে জমিয়ত উলেমা-এ-হিন্দ এর পক্ষ থেকে। এই ঘটনা প্রসঙ্গে বসিরহাট জেলা পুলিশ সুপার জবি থমাস জানালেন, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর আসার কোন খবর তাঁদের কাছে ছিল না। ত্রাণের তুলনায় বেশি ভিড় হয়েছিল। এ কারণে উত্তেজনা ছড়াতে পারে মনে করে, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তারা মন্ত্রীকে বাসন্তীতে নিরাপদে রওনা করিয়ে দেন।

অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা শেখ শাহজাহান জানিয়েছেন যে, মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বেছে বেছে মানুষকে ত্রাণ দিতে চেয়েছিলেন, একারণেই উত্তেজনা ছড়িয়ে ছিল। তবে, গতকালের ঘটনা যথেষ্ট অস্বস্তিতে ফেলে দিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূলকে, এমনটাই একাধিক বিশ্লেষক মনে করছেন। ত্রানে লুটপাটের ঘটনা নিয়ে বিরোধিরা এতদিন যে অভিযোগ করেছিল, এবার সেই অভিযোগ করতে দেখা গেল খোদ রাজ্যের মন্ত্রীকে। তৃণমূল নেতার বিরুদ্ধে ত্রাণ সামগ্রী লুটপাটের বিস্ফোরক অভিযোগ উঠে এলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!