এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যশের ত্রাণ নিয়ে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, পোস্টার পড়লো এলাকা জুড়ে

যশের ত্রাণ নিয়ে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে, পোস্টার পড়লো এলাকা জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতবছর আম্ফান ঝড়ের ত্রাণ নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছিল একাধিক বিরোধী শিবির থেকে। অভিযোগ উঠেছিল, যাদের আর্থিক সাহায্যের প্রয়োজন তাদের সাহায্য না করে, যাদের প্রয়োজন নেই তাদের কাছে সাহায্যের টাকা পৌঁছে গেছে। তাই যশের ক্ষতিপূরণ নিয়ে বিশেষভাবে সতর্ক মুখ্যমন্ত্রী। কিন্তু এরপরেও দক্ষিণ ২৪ পরগনা জেলার সাতগাছিয়া বিধানসভা এলাকায় যশের ত্রাণ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে তৃণমূল নেতা শ্যামল মন্ডলের বিরুদ্ধে।

এই ঘটনার বিরুদ্ধে সাতগাছিয়া বিধানসভার অন্তর্গত গোতলাহাট, সুলতানপুর, গোবিন্দপুর সহ বহু এলাকায় পোস্টার দেয়া হয়েছে। যে পোস্টারে পঞ্চানন অঞ্চল তৃণমূল কংগ্রেসের নাম পাওয়া গেছে। যেখানে অভিযোগ করা হয়েছে যে, গত বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থীদের সমর্থন করা শ্যামল মন্ডলের বাড়িতে রাখা হয়েছে দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী। যেখানে ডি এম কিট, ত্রিপল, শাড়ি,লুঙ্গি, ধুতি, জামা, প্যান্ট ও চাল প্রচুর পরিমাণে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই ঘটনায় একাধিক তৃণমূল কর্মী জেলা পরিষদের সভাধিপতি শামিমা শেখকেও অভিযুক্ত করেছেন। পোস্টারে লেখা হয়েছে, কেন সরকারি ত্রাণ সামগ্রী তৃণমূল নেতা শ্যামল মন্ডলের বাড়িতে রাখা হয়েছে? সভাধিপতিকে তার উত্তর দিতে হবে। এই ঘটনা প্রসঙ্গে সভাধিপতি শামিমা শেখ জানালেন যে, শ্যামল মন্ডল হলেন তৃণমূলের একনিষ্ঠ সমর্থক। সুব্রত বক্সীর সময় থেকেই তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত আছেন। বিধানসভা নির্বাচনের সময় শারীরিক অসুস্থতার কারণে কাজ করতে পারেননি তিনি।

এখন তাঁর বাড়িতে ত্রাণ সামগ্রী রাখা নিয়ে যদি দলের কারো সমস্যা থাকলে, তিনি অফিসে জানাতে পারতেন। এভাবে হয়তো তিনি পোস্টার দিতেন না। এই পোস্টার দেবার জন্য বিজেপিকে দায়ী করেছেন তিনি। আবার, একাধিক তৃণমূল কর্মীর অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় দলকে সমর্থন না করে বিজেপিকে সমর্থন করেছিলেন তৃণমূল নেতা শ্যামল মন্ডল। তৃণমূলের তিনি অনেক পুরনো নেতা, কিন্তু ভোটের সময় দলের হয়ে তিনি কাজে নামেননি। এবার তাঁর বাড়িতে সরকারি ত্রাণ সামগ্রী রাখা হয়েছে। তবে, এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা শ্যামল মন্ডল জানিয়েছেন যে, তৃণমূল কর্মীদের একাংশ তাঁর বিরুদ্ধে কুৎসা রটাতে এই ধরনের পোস্টার দিয়েছেন।

ত্রাণ নিয়ে তৃণমূল নেতাকে অভিযুক্ত করে দলের কর্মীদের এই পোস্টার দেওয়া শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে। এ প্রসঙ্গে ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি সুফল ঘাটু জানালেন যে, আমফানের সময় বহু মানুষ ত্রাণ নিয়ে দুর্নীতি লক্ষ্য করেছেন। এরপর যশের ত্রাণ নিয়ে স্বজনপোষণের অভিযোগে তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূল কর্মীরা সরব হয়েছেন। এ প্রসঙ্গে একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, সাতগাছিয়া এলাকায় তৃণমূল নেতার বিরুদ্ধে এভাবে পোস্টার দেওয়া দলের গোষ্ঠী কোন্দলকেই প্রকাশ্যে এনে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!