এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > জোট রাজনীতিতে তৃণমুল ও কংগ্রেসের কি দূরত্ব বাড়ছে? প্রকাশ্যে এল আসল সত্য

জোট রাজনীতিতে তৃণমুল ও কংগ্রেসের কি দূরত্ব বাড়ছে? প্রকাশ্যে এল আসল সত্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর থেকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লক্ষ্য স্পষ্ট করে দিয়েছিলেন সর্বত্র। তিনি জানিয়ে দিয়েছিলেন, তৃণমূলের লক্ষ্য এবার লোকসভা নির্বাচন- দিল্লি থেকে বিজেপি শাসনের অবসান। তবে এই লক্ষ্য পূরণ করতে গিয়েই  বিজেপি বিরোধী সমস্ত দলের সঙ্গে জোট বাঁধার যে একান্ত প্রয়োজনীয় সেকথা তৃণমূল ভালো বুঝেছে। পাশাপাশি তৃণমূল যে কংগ্রেসকে নিয়ে চলতে চায় তা বুঝিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট প্রকাশের পর দিল্লি গিয়ে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে একান্তে বৈঠক করে। কিন্তু বর্তমানে কংগ্রেসের সঙ্গে জোট পরিকল্পনা কোন অবস্থায় রয়েছে তা নিয়ে বিশেষ কিছু জানা যাচ্ছেনা।

তবে জোট নিয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল তৃণমূল কংগ্রেস তাদের নিজস্ব মুখপত্র জাগো বাংলায়। উল্লেখ্য, জাগো বাংলার সম্পাদকীয়তে জানানো হয়েছে কংগ্রেসকে বাদ দিয়ে তাঁরা কোনোভাবেই জোট চাইছেন না। কিন্তু কংগ্রেসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করাও সম্ভব নয়। কংগ্রেসকে পাশে নিয়ে চলতে চাইলেও তৃণমূলের পক্ষ থেকে কিন্তু কংগ্রেসকে কটাক্ষ করতে বিন্দুমাত্র কার্পণ্য করা হয়নি। এ রাজ্যে তৃণমূলের বক্তব্য, কংগ্রেস মাঠে নেমে কোনরকম আন্দোলন করছেনা। বরং তাঁরা নিজেদেরকে সোশ্যাল মিডিয়াতেই সীমাবদ্ধ রেখেছে।

কার্যত কংগ্রেসের দুর্বল নেতৃত্বের ফলেই 2014 এবং 2019 সালে বিরোধীরা ডুবেছে এবং কংগ্রেস নিজেও ডুবেছে। উল্লেখ্য, কংগ্রেসের অন্দরে কিন্তু বড়োসড়ো গোষ্ঠী সমস্যা চলছে। সোনিয়া গান্ধী বিভিন্নভাবে চেষ্টা চালাচ্ছেন কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব সামলানোর। কিন্তু তাতে কতদূর সাফল্য আসছে তা কিন্তু প্রশ্নের মুখে। প্রসঙ্গত, তৃণমূলের পক্ষ থেকে বলা হচ্ছে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়ে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে জানিয়ে এসেছিলেন জোটের কাঠামো তৈরি থেকে স্টিয়ারিং কমিটি তৈরি কিংবা নীতি বা কর্মসূচির লাইন করার ব্যাপারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কংগ্রেস এ ব্যাপারে বিন্দুমাত্র এগোয়নি এখনো পর্যন্ত। সেক্ষেত্রে তৃণমূল নিজেদের শক্তি বাড়াতে উঠে-পড়ে লেগেছে। তবে কংগ্রেসকে বাদ দিয়ে জোট করার কথা এখনো পর্যন্ত ভাবছে না তৃণমূল। কার্যত রাজনৈতিক মহলের মতে, তৃণমূল তাদের বক্তব্যে স্পষ্ট করে দিয়েছে তাঁরা এই মুহূর্তে নিজেদের শক্তি বৃদ্ধিতে নজর দিতে চাইছে। বিভিন্ন রাজ্যে বিজেপির পাশাপাশি কিন্তু বিক্ষুব্ধ কংগ্রেসীরাও তৃণমূলের লক্ষ্য। ইতিমধ্যেই কিন্তু কংগ্রেস থেকেও অনেকেই তৃণমূলে যোগদান করতে শুরু করেছেন। তবে জাতীয় রাজনীতিতে কংগ্রেসের ভূমিকা অনস্বীকার্য।

একথা আগেই জানিয়েছেন তৃণমূলের রণকৌশলী প্রশান্ত কিশোর, এবং তৃণমূল নিজেও তা ভালোমতন জানে। তাই এখনই কংগ্রেসকে বাদ দিয়ে বিরোধী জোট করার কথা ভাবছেনা এ রাজ্যের শাসক দল। এ রাজ্যে কংগ্রেসের সেভাবে কোন প্রভাব না থাকলেও জাতীয় স্তরে কিন্তু অনেক রাজ্যেই রয়েছে। তাই তৃণমূলের অন্যান্য রাজ্যে শক্তি বৃদ্ধির বিষয়টিও যথেষ্ট তাৎপর্যপূর্ণ। আপাতত বিজেপিকে হারাতে তৃণমূল এই মুহূর্তে নিজেদের দিকে নজর দিচ্ছে ঠিকই, তবে আগামী দিনে জোট রাজনীতি কোন অভিমুখে মোড় নেবে তা অবশ্যই লক্ষণীয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!