এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় কংগ্রেস-তৃণমূল কংগ্রেস জোটের সরকারি ঘোষণা কি এখন শুধুই সময়ের অপেক্ষা?

বাংলায় কংগ্রেস-তৃণমূল কংগ্রেস জোটের সরকারি ঘোষণা কি এখন শুধুই সময়ের অপেক্ষা?


অল্প কদিন আগেই গেরুয়া শিবির বড় সাফল্য পেয়েছে উত্তর -পূর্ব ভারতের তিনটি রাজ্যে । আর মাত্র একমাসের মধ্যেই সেই উত্তর পূর্ব ভারতের দুই রাজ্যে বড় ধাক্কা খেলো মোদী বাহিনী। উত্তর প্রদেশের তিনটি আর বিহারের একটি লোকসভা আসনে বিজেপি শিবির কার্যত ছত্রভঙ্গ হলো । উত্তর প্রদেশের দুটি আঞ্চলিক দল সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি জোট বেঁধেছিলেন, লক্ষ্য ছিলো বিজেপিকে পরাস্ত করা। আর সেই লক্ষ্যে এই দুই পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব ও মায়াবতী চুড়ান্তভাবে সফল। উল্লেখ্য গত মঙ্গলবার ১৩ই মার্চ বিজেপি বিরোধী তৃতীয় ফ্রন্ট গড়ার লক্ষ্যে জাতীয় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী সারা দেশের প্রায় সমস্ত আঞ্চলিক দল গুলিকে নৈশভোজের আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উপস্থিত ছিলো ২০ টি বিরোধী দল। এদিকে বিজেপিকে হটাতে এখন উঠে পরে লেগেছে তৃণমূল তাই আসা করা হচ্ছে যে তৃণমূল আর কংগ্রেস আবার একবার জোট বাঁধতে চলেছে। আর তাই ২০১৯ তে কেন্দ্র থেকে বিজেপি নির্মূল অভিযানে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস আর কেন্দ্রের জাতীয় কংগ্রেস জোট বাঁধে কি না সেদিকে তাকিয়ে সারা দেশবাসী ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!