এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > জোটবদ্ধ হয়ে রাজ্যে যৌথ আন্দোলনের সিদ্ধান্ত বাম- কংগ্রেস শিবিরের

জোটবদ্ধ হয়ে রাজ্যে যৌথ আন্দোলনের সিদ্ধান্ত বাম- কংগ্রেস শিবিরের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে রাজ্যে তেমন দাগ কাটতে পারেনি কংগ্রেস। অন্যদিকে শুন্য হাতে ফিরতে হয়েছে বাম শিবিরকে। এরপর থেকেই আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়াই করার সিদ্ধান্ত নেয় বাম ও কংগ্রেস শিবির। জোটের বিষয়ে প্রথম প্রস্তাব এনেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। এরপর কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে দুদলের জোট গঠনের বিষয়টিকে অনেকটা এগিয়ে নিয়ে যান।

সম্প্রতি বাম ও কংগ্রেস শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনে জোটবদ্ধ হয়ে লড়বার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জোটের পক্ষে রাহুল গান্ধী, সীতারাম ইয়েচুরি দুজনেই সম্মতি দিয়েছেন। তবে এখনো আগামী বিধানসভা নির্বাচনের আসনরফার কাজ দুদল করে উঠতে পারেনি। তবে আসনরফার ক্ষেত্রে বাম শিবিরের সঙ্গে কোনো রকম মতান্তরে যেতে চান না প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

এদিকে সম্প্রতি অধীর চৌধুরীকে বাম-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হবে, এমন গুঞ্জন শোনা গিয়েছিল। তবে, এ বিষয় নিয়ে মৃদু আপত্তি জানিয়েছিলেন বেশকিছু বাম নেতা। এ বিষয় নিয়ে এখনো কোনো বক্তব্য রাখেননি অধীর চৌধুরী। বাম, কংগ্রেস দলের পক্ষ থেকে জানানো হয়েছে সম্প্রতি যৌথ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করবে এই দুই দল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বাম-কংগ্রেস শিবিরের পক্ষ থেকে লাগাতার ও তীব্রভাবে যৌথ আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হল। বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলনে নামতে চলেছে এই দুই দলের জোট । জোট প্রসঙ্গে পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম জানালেন যে, তৃণমূল দলকে বাদ দিয়ে কংগ্রেস, বাম সহ বিভিন্ন ধর্মনিরপেক্ষ দলকে সঙ্গে নিয়ে নয়া জোট গঠন করা হবে।

এদিকে, আগামী ২৯ সে ডিসেম্বর রানী রাসমণি রোডে প্রতিবাদ আন্দোলনে নামতে চলেছে বাম শিবির। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু এই প্রতিবাদ আন্দোলনে প্রদেশ কংগ্রেসকে আমন্ত্রণ জানিয়েছেন। বামেদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের এই প্রতিবাদ কর্মসূচিতে কংগ্রেস নেতা আবদুল মান্নান, প্রদীপ ভট্টাচার্য সহ বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব উপস্থিত থাকতে চলেছেন। কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে হতে চলেছে এই আন্দোলন।

বাম দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, আগামী জানুয়ারি মাস থেকে বিভিন্ন জেলায় আন্দোলন করতে চলেছে দল। প্রসঙ্গত, বাম কংগ্রেস জোট বদ্ধ হয়ে রাজ্যের শাসক দল তৃণমূল ও প্রধান বিরোধীদল বিজেপিকে বড়সড় ধাক্কা দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বিশ্লেষকেরা জানিয়েছেন যে, এই দুই দল যদি একেবারে নিচুতলা থেকে জোট করতে পারে, তবে বেশ কিছু আসনের ফলাফল বদলে যাবার সম্ভাবনা আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!