এখন পড়ছেন
হোম > রাজ্য > বিজেপি বিরোধী মমতার বৃহত্তর জোটে কংগ্রেসের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেবেন সোমেনরা

বিজেপি বিরোধী মমতার বৃহত্তর জোটে কংগ্রেসের অবস্থান নিয়ে সিদ্ধান্ত নেবেন সোমেনরা


সারা দেশে বিজেপি বিরোধীতায় রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়েরা এক পথে হাঁটলেও বাংলায় উঠতে বসতে সেই তৃনমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলোধোনা করে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব এতকাল রাজ্যের প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী প্রবল মমতা বিরোধী হওয়ায় বাংলায় বামেদের সাথে জোট করার পক্ষপাতী ছিলেন। কিন্তু সম্প্রতি সেই প্রদেশ সভাপতি পদে অধীর চৌধুরীকে সরিয়ে বসানো হয় সোমেন মিত্রকে। আর এরপরই জল্পনা শুরু হয় যে, তাহলে কি প্রদেশ সভাপতি পদ থেকে প্রবল মমতা বিরোধী অধীরকে সরিয়ে লোকসভায় আগে বাংলাতেও তৃনমূলের হাত ধরতে সোমেনকে এনে বসালেন রাহুল গান্ধী?

কিন্তু সেই সমস্ত জল্পনা তখনই ভেঙে যায় যখন দিল্লিতে রাজ্যের নতুন প্রদেশ নেতৃত্বের কাঁধেই এই জোটের ব্যাপারে সমস্ত বল ঠেলে দেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী। তবে শুধু রাহুল গান্ধীই নয়, আগামী লোকসভায় সারা দেশে বিজেপিকে সরাতে মহাজোট তৈরি হলেও রাজ্যগুলিতে ঠিক কী হবে তা নিয়ে প্রদেশের ঘাড়েই সমস্ত ভার চাপান রাহুল গান্ধীর অ্যতম দূত তথা দলের প্রধান জাতীয় মুখপাত্র রনদীপ সিং সুরজেওয়ালা।

সূত্রের খবর, শনিবার কোলকাতায় এসে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন এই কংগ্রেস নেতা। পরে রাজ্যে জোটের ব্যাপারে তাঁকে প্রশ্ন করা হলে এই রনদীপ সিং সুরজেওয়ালা বলেন, “বিভিন্ন রাজ্যের সমীকরন এক হতে পারে না। দিল্লি থেকে বিজেপিকে রুখতে বিরোধী দলগুলির মধ্যে সমঝোতা থাকৃ উচিত কিন্তু বাংলায় এই লোকসভা ভোটে কি সমীকরন হবে তা সোমেন মিত্রর নেতৃত্বাধীন প্রদেশ নেতৃত্বই ঠিক করবে।”

অন্যদিকে আগামী 2019 এ কোলকাতায় তৃনমূলের তরফে দেশের সমস্ত বিরোধী দলকে নিয়ে যে ব্রিগেড সমাবেশের আয়োজন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে কংগ্রেসের সোনিক্সা এবং রাহুল গান্ধী আসবেন কি না সেই ব্যাপারে প্রশ্ন করা হলে দলের এই নেতা তার ভারও ছেড়ে দেন এই প্রদেশ নেতৃত্বের কাঁধেই। এদিকে রনদীপ সিং সুরজেওয়ালা যখন প্রদেশের হাতেই সব রাশ ছাড়ছেন তখন আগামী লোকসভা ভোটে এই রাজ্যে তৃনমূলের সাথে জোট নিয়ে কি বলছেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র?

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জোটের প্রশ্নে এদিন তিনি বলেন, “যাঁরা এখানে কংগ্রেসকে সাইনবোর্ড করে দেওয়ার কথা বলে তাদের সাথে জোট নিয়ে আমরা ভাবতে যাব কেন?” অন্যদিকে আগামী 19 জানুয়ারী কোলকাতায় তৃনমূলের ডাকা ব্রিগেডে সমাবেশে কি উপস্থিত থাকবেন কংগ্রেস হাইকমান্ড? এদিন এই প্রশ্নের উত্তরে সোমেন মিত্রের সাফ জবাব, “আমাদের কাছে এনিয়ে কোনো আমন্ত্রন আসেনি।” রাজনৈতিক মহলের মতে, রাহুল গান্ধীর পর রনদীপ সিং সুরজেওয়ালাও আগামী লোকসভায় রাজ্যে জোটের ব্যাপারে প্রদেশের ঘাড়েই সমস্ত দায়ভার চাপিয়ে দিয়ে কংগ্রেস হাইকমান্ড দেখতে চাইছে যে প্রদেশ নেতৃত্ব কতটা মজবুত সিদ্ধান্ত নেয়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!