এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > জোট রাজনীতি চূড়ান্ত, নীরব কেন রায়গঞ্জের বাঘিনী? বাড়ছে জল্পনা

জোট রাজনীতি চূড়ান্ত, নীরব কেন রায়গঞ্জের বাঘিনী? বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –নির্বাচনের মরসুমে এখন উত্তপ্ত হতে শুরু করেছে রাজ্য রাজনীতি। আক্রমণ, পাল্টা আক্রমণে রীতিমত উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে প্রতিনিয়ত। আর এই উত্তপ্ত পরিস্থিতির মাঝেই প্রবল গর্জন করা রায়গঞ্জের দীপা দাশমুন্সিকে নিয়ে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সি প্রয়াত হওয়ার পর থেকেই তার সহধর্মিনী দীপা দাশমুন্সি কার্যত সেভাবে রাজনীতির আঙ্গিনায় নেই বললেই চলে। এক কালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সামনের সারিতে দাঁড়িয়ে কংগ্রেসের হয়ে লড়াই করলেও, এখন তিনি খবরের শিরোনামে নেই। একদিকে জোট রাজনীতি এবং অন্যদিকে তৃণমূল ও বিজেপির মধ্যে প্রধান লড়াইয়ের মাঝে কোথায় গেলেন দীপা দাশমুন্সি, এখন সেটাই বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একাংশের মধ্যে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত 2016 সালের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বাম-কংগ্রেস জোটের প্রার্থী হিসেবে ভবানীপুর কেন্দ্র থেকে লড়াই করেছিলেন দীপা দাশমুন্সি। কিন্তু সেই লড়াইয়ে তিনি হেরে গেলেও শাসকদলের অস্বস্তি কিছুটা হলেও বাড়িয়ে দিয়েছিলেন। অনেকে বলতে শুরু করেছেন, ভবানীপুর কেন্দ্রে এবার হয়ত ভয় পেয়ে আর দাঁড়াতে চাননি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এক সময় লড়াই করা দীপা দাশমুন্সি এখন নীরব কেন?

কেন তাকে রাজনীতির ময়দানে দেখা যাচ্ছে না? তাহলে কি তিনি রাজনৈতিকভাবে সন্ন্যাস নিয়ে নিলেন? ইতিমধ্যেই তার নিজের খাসতালুক উত্তর দিনাজপুরে এই নিয়ে নানা গুঞ্জন তৈরি হয়েছে। অনেকে বলছেন, দীপা দাশমুন্সি হয়ত বা কোনো কারনে আড়ালে রয়েছেন। কিন্তু আড়ালে থেকেও তিনি চর্চার চর্চিত হয়ে রয়েছেন, এটাই তার রাজনীতিতে থাকা এবং গ্রহন যোগ্যতা প্রমাণ করে দেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকেই বলছেন, ছেলের পড়াশোনা নিয়ে সবথেকে বেশি ব্যস্ত রয়েছেন দীপা দাশমুন্সি। আর সেই কারণে পারিবারিক চাপে রাজনীতির দেখা যাচ্ছে না তাকে। তবে এমন একজন রাজনৈতিক দাপুটে নেত্রী এইভাবে রাজনীতি থেকে হারিয়ে যাবেন, তা সত্যিই অনেকে মেনে নিতে পারছেন না। অনেকেই চাইছেন, আবার দীপা দাশমুন্সির সক্রিয় রাজনীতিতে ফিরে আসা উচিত। কিন্তু কোথায় তিনি? স্বামীর সাথে সাথে তিনিও কি রাজনীতি থেকে কার্যত নিজেকে সরিয়ে নিতে চাইলেন?

আর তাই বিগত বিধানসভা নির্বাচনের পর আর সেভাবে দেখা যাচ্ছে না তাকে! একাংশের দাবি, এই সময়ে কংগ্রেসের বা সংযুক্ত মোর্চার জোটের ক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন দীপা দাশমুন্সির মত নেত্রীকে। তার মত দাপুটে নেত্রী যদি সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করেন, তাহলে সংযুক্ত মোর্চার অনেকটাই লাভবান হওয়ার কথা। কিন্তু দীপা দাশমুন্সিকে নিয়ে চর্চা সত্ত্বেও নীরবে নিভৃতেই রয়েছেন তিনি। তবে এত কিছু আলোচনা হওয়ার পর কর্মী সমর্থক এবং অনুগামীদের ডাকে সাড়া দিয়ে বিধানসভা নির্বাচনের আগে দীপা দাশমুন্সি আবার ময়দানে নামেন কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!