এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার কি এই জোট সঙ্গী সঙ্গ ছাড়তে চলেছে বিজেপির, জমা ক্ষোভ এবার প্রকাশ্যে

এবার কি এই জোট সঙ্গী সঙ্গ ছাড়তে চলেছে বিজেপির, জমা ক্ষোভ এবার প্রকাশ্যে


আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই দিল্লির মসনদ দখলের লড়াই শুরু হয়ে যাবে। গো বলয়ের বিধানসভা ভোটে বিজেপির অপ্রত্যাশিত হারের পর ত্রাহি ত্রাহি রব উঠেছে গেরুয়াশিবির। বদলে গিয়েছে রাজনৈতিক সমীকরণ। কে কার সঙ্গ নেবে তা নিয়ে শুরু হয়েছে নতুন জোটের অঙ্ক।

একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে আঞ্চলিক দলগুলো একত্রিত হচ্ছে তেমন সার্বিক বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোও শক্তিশালী হচ্ছে। আর এই প্রেক্ষিতে বিরোধী দলের সঙ্গে পাল্লা দিয়ে শরিক দলগুলোও একে একে সঙ্গ ছাড়ছে বিজেপির। টিডিপি,আরএলএসপি বহুদিন আগেই জোট ছেড়ে বেরিয়ে গিয়েছে। শিবসেনাও বিজেপিকে চাপে রেখেছে। ফলত লোকসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে এনডিএ-তে ভাঙনের বাতাবরণ তৈরি হয়েছে৷

এই প্রেক্ষিতেই মোদী-শাহের চিন্তা বাড়িয়ে বিজেপিকে নতুন বার্তা দিল এনডিএ-র অন্যতম শরিক আপনা দল। দলের তরফ থেকে জাতীয় সভাপতি আশিস প্যাটেল এদিন বললেন,বড় দলগুলোর উচিত ছোট দলগুলোকে সম্মান করা এবং তাদের প্রাপ্যটুকু দেওয়া। একইসঙ্গে বিজেপিকে সতর্ক করে দিয়ে আশিস জানালেন,উত্তরপ্রদেশে বহুজন সমাজবাদী পার্ট এবং সমাজবাদী পার্টি জোট বাঁধলে আগামী লোকসভা নির্বাচনে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে এনডিএ-কে।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আপনা-র জাতীয় সভাপতির অভিমত, আপনা এনডিএ-র ছোট শরিক দল। তবে ছোট হোক বা বড়,যে কোনো দলের অধিকার যোগ্য সম্মানটুকু পাওয়া। সেটুকু না পাওয়া গেলে মনখারাপ হওয়াটা স্বাভাবিক। তাঁর বক্তব্য স্পষ্ট করে তিনি জানালেন,কেন্দ্র সরকারের প্রতিমন্ত্রী তথা অাপনা দলের সাংসদ অনুপ্রিয়া প্যাটেলের সঙ্গে বিজেপি যে আচরণ করেছে তা কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। পদ্মশিবির নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ,অনুপ্রিয়া দেবীকে এড়িয়ে চলতে চাইছে বিজেপি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রতিমন্ত্রী হলেও তাঁকে কোনো মেডিক্যাল কলেজের উদ্বোধনে ডাকা হয় না। এ নিয়ে বহুদিন ধরেই ক্ষোভ দানা বাঁধতে থাকে শরিক দলের অন্দরে। যার বহিঃপ্রকাশ ঘটালেন এদিন আশিস প্যাটেল।

 

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে আপনা দল ২০১৪ সালের লোকসভা ভোটে দুটি আসনে জেতে। অনুপ্রিয়া প্যাটেল জেতেন মির্জাপুর থেকে এবং হরিবংশ সিং জেতেন প্রতাপগড় থেকে। তবে ১৯’এর লোকসভা ভোটে বিজেপি আপনা দলের মতো ছোট দলকে কতগুলি আসন ছাড়ে সেটাই দেখার। ২০১৪ সালের সেই মোদী ম্যাজিক ফিকে হয়ে গিয়েছে ক্রমশ। দেশে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া উত্তাল।এছাড়া শরিক দলগুলোও বিজেপি বিরোধী অবস্থান স্পষ্ট করছে ক্রমশ। শরিক দলগুলো যদি একে একে লোকসভা ভোটের আগে বিজেপির সঙ্গ ছাড়ে তাহলে নির্বাচনে জিততে ভালোই বেগ পেতে হবে বিজেপিকে,এমনটাই দাবী অভিজ্ঞমহলের। এই প্রেক্ষিতে শরিকদলের ভরসা বজায় রাখতে কোন পদক্ষেপ নেয় মোদী,সেটা নিয়েই চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!