এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > জোটসঙ্গীর একা লড়াইয়ের ঘোষণা, নির্বাচনের আগে ব্যাপক চাপে বিজেপি!

জোটসঙ্গীর একা লড়াইয়ের ঘোষণা, নির্বাচনের আগে ব্যাপক চাপে বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2024 এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিরোধীরা একত্রিত হতে শুরু করেছে। লক্ষ্য একটাই, কেন্দ্রের ক্ষমতা থেকে বিজেপিকে সরানো। আর সেই লক্ষ্য নিয়ে বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো নিজেদের শক্তি প্রদর্শন করার চেষ্টা শুরু করে দিয়েছে। পাল্টা বিজেপিও নিজেদের অস্তিত্বের জানান দিতে নিতে শুরু করেছে প্রস্তুতি। তবে এর মাঝেই এবার বিহারে ব্যাপক চাপের মুখে পড়ে গেল ভারতীয় জনতা পার্টি।

যেখানে তাদের সঙ্গে জোট থাকা জেডিইউয়ের বক্তব্য নিয়ে তৈরি হল বড়সড় প্রশ্ন। যেখানে বিহারে বিজেপির সঙ্গে জোট থাকলেও আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে যদি বিজেপি জোট না চায়, তাহলে এককভাবে জেডিইউ লড়াই করবে বলে জানিয়ে দেওয়া হল। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং জেডিইউয়ের সম্পর্কে ফাটল ধরেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে বিহারে বিজেপি এবং জেডিইউয়ের জোট সরকার থাকলেও নীতীশ কুমারের একটি সিদ্ধান্তের সঙ্গে খুব একটা মানিয়ে নিতে পারছে না ভারতীয় জনতা পার্টি। যার ফলে মতানৈক্য এমনিতেই সামনে চলে এসেছে। তাই এই পরিস্থিতিতে সেই নীতীশ কুমারের দলের পক্ষ থেকে আসন্ন উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে দেওয়া হয়েছে বড়সড় বার্তা। এদিন এই প্রসঙ্গে জেডিইউয়ের জাতীয় সভাপতি রাজীব রঞ্জন বলেন, “আমরা উত্তরপ্রদেশের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। বিজেপি চাইলে ওদের সঙ্গে জোট করবে, না হলে একাই লড়ব। কিন্তু আমরা 2022 এ উত্তরপ্রদেশে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছি, এটা নিশ্চিত “। আর তার এই মন্তব্যের পরই তৈরি হয়েছে জল্পনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিহারে যারা একসাথে লড়াই করছে, সেখানে উত্তরপ্রদেশে যদি জেডিইউ বিজেপির সঙ্গে একসাথে জোটে থেকে লড়াই না করে, তাহলে আগামী দিনে বিহারেও তাদের জোট ভেঙে যেতে পারে। যার ফলে বিজেপি এই জোটসঙ্গী হারাতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। অনেকে বলছেন, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন নিয়ে ভারতীয় জনতা পার্টি যথেষ্ট চিন্তিত। কেননা দেশের মধ্যে সবথেকে বড় রাজ্য হিসেবে পরিচিত এই উত্তরপ্রদেশে যদি বিজেপি ভালো ফলাফল করতে না পারে, তাহলে আগামী দিনে লোকসভা নির্বাচনে তাদের ক্ষমতা দখল করা অত্যন্ত চাপে হয়ে যাবে। তাই উত্তরপ্রদেশে বিরোধীদের পর্যুদস্ত করে এখন থেকেই নির্বাচনে সাফল্য পেতে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। কিন্তু সেখানে যদি বিহারের জোট থাকা জেডিইউ একক ভাবে লড়াই করে, তাহলে ভারতীয় জনতা পার্টি উত্তরপ্রদেশে আরও সমস্যার মুখে পড়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

পর্যবেক্ষকদের মতে, 2024 সালের আগে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে তাই সেই সমস্ত রাজ্যগুলোতে সাফল্য ধরে রেখে 2024 এর পথকে মসৃণ করতে চাইছে গেরুয়া শিবির কেননা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোকে নিয়ে ইতিমধ্যেই মহাজোট গঠন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাই এই পরিস্থিতিতে বিজেপি যদি তাদের জোটসঙ্গীদের আগলে রাখতে না পারে তাহলে সেই বিরোধী মহাজোট বাড়তি হাতিয়ার পেয়ে যাবে। তাই সেদিক থেকে জেডিইউয়ের জাতীয় সভাপতির এই বার্তার পর বিজেপির পক্ষ থেকে জেডিইউকে জোটের ব্যাপারে কোনো প্রস্তাব দেওয়া হয় কিনা, তা অবশ্যই লক্ষণীয় বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!