এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > জটিলতা কাটিয়ে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ, কমিশনের নয়া আবেদনে চিন্তায় চাকরিপ্রার্থীরা!

জটিলতা কাটিয়ে উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ, কমিশনের নয়া আবেদনে চিন্তায় চাকরিপ্রার্থীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   নিয়োগের ঘোষণা করার পর থেকেই উচ্চ প্রাথমিক নিয়ে জটিলতা তৈরি হয়। বারবার আদালতে মামলা হওয়া এবং স্থগিতাদেশ জারি করা নিয়ে ব্যাপক চাপে পড়ে যায় স্কুল সার্ভিস কমিশন। তবে অবশেষে শুরু হল সেই উচ্চ প্রাথমিকে ইন্টারভিউয়ের প্রক্রিয়া। এদিন বিধাননগর মিউনিসিপ্যাল স্কুলে ইন্টারভিউয়ের প্রক্রিয়া শুরু হয়। যেখানে সকাল সাড়ে নটা থেকে এবং বেলা দেড়টা থেকে ইন্টারভিউ গ্রহণ করা হয়।

জানা গিয়েছে, আগামী 23 জুলাই আবার পরবর্তী ইন্টারভিউ হবে। তবে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ শুরু হলেও, অন্য একটি বিষয় নিয়ে চিন্তা শুরু হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। যেখানে কমিশনের পক্ষ থেকে আদালতের কাছে একটি আবেদনকে কেন্দ্র করে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। এক্ষেত্রে কমিশনের অন্য কোনো অভিসন্ধি রয়েছে বলেও দাবি করতে শুরু করেছেন একাংশ।

জানা গিয়েছে, ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে। মূলত, এই স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে নিয়োগে স্বচ্ছতা নিয়ে নানা অভিযোগ উঠতে শুরু করেছিল। তাই সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল, আগামী তিন মাসের মধ্যে এই সমস্ত অভিযোগের নিষ্পত্তি করতে হবে। তবে এই ব্যাপারে পাল্টা নিজেদের আবেদন কলকাতা হাইকোর্টের কাছে জমা দেয় স্কুল সার্ভিস কমিশন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে তাদের অফিসারের সংখ্যা কম। তাই এই পাহাড়প্রমাণ অভিযোগ নিষ্পত্তি করতে তাদের অনেকটা সময় লাগবে বলে জানিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই কমিশনের এই উদ্দেশ্যকে নিয়েই এখন চাকরি প্রার্থীদের মধ্যে কিছুটা হলেও শঙ্কা তৈরি হয়েছে। একাংশ বলছেন, অনির্দিষ্টকালের জন্য যাতে এই অভিযোগগুলো পড়ে থাকে, তার জন্যই কলকাতা হাইকোর্টের কাছে এই রকম আবেদন জানিয়ে কমিশন গোটা ব্যাপারটিকে ঢিলেমির পর্যায়ে নিয়ে যেতে চাইছে।

পর্যবেক্ষকদের মতে, বেশ কিছুদিন আগেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের নিয়োগের ব্যাপারে বড় ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই উচ্চ প্রাথমিকে নিয়োগের ইন্টারভিউ তালিকা নিয়ে নানা মহলে প্রশ্ন তৈরি হয়। আর এবার নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও, আদালতের কাছে স্কুল সার্ভিস কমিশনের একটি নির্দেশ করে সংশয় তৈরি হয়েছে চাকরিপ্রার্থীদের মধ্যে। কেননা নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ তালিকা নিয়ে নানা অভিযোগ রয়েছে।

তাই সেই অভিযোগের নিষ্পত্তিতে যে দেরি হতে পারে, সেই কথা উল্লেখ করে আদালতে পাল্টা আবেদন করতে দেখা গেল কমিশনকে। তাহলে কি এক্ষেত্রে কমিশন গোটা বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছে? আর সেই কারণেই দেরি হতে পারে বলে বিতর্ক যাতে তাদেরকে গ্রাস না করে, তার জন্যই স্কুল সার্ভিস কমিশনের এই কৌশল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কমিশনের এই আবেদনের পরিপ্রেক্ষিতে কি নির্দেশ দেয় হাইকোর্ট, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!