এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যত দোষ নন্দ ঘোষ, কলকাতায় ঘোলা পানীয় জলের জন্যও দায়ী ডিভিসি, পড়ুন মন্ত্রীমশাইয়ের বক্তব্য

যত দোষ নন্দ ঘোষ, কলকাতায় ঘোলা পানীয় জলের জন্যও দায়ী ডিভিসি, পড়ুন মন্ত্রীমশাইয়ের বক্তব্য


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্যের শাসক দল তৃণমূল। রাত তিনটের সময় কাউকে না জানিয়ে জল ছেড়ে দেওয়ার কারণেই প্লাবিত হয়েছে একের পর এক জেলা, এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু এবার কলকাতায় ঘোলা পানীয় জলের জন্যও ডিভিসিকে দায়ী করলেন পরিবহন মন্ত্রী ও কলকাতা পুরনিগমের প্রশাসন মন্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম।

আপাতত বৃষ্টির দাপট নেই কলকাতায়, তাই জমা জলের হাত থেকেও মুক্তি পেয়েছেন কলকাতাবাসী। কিন্তু উত্তর কলকাতার বেশ কিছু স্থানে পুরসভার কল খুলতেই পাওয়া যাচ্ছে ঘোলাজল। এমন অবস্থায় রয়েছে হুগলির বেশকিছু এলাকাতেও। সেখানেও কল খুললে পাওয়া যাচ্ছে সাবান ধোয়া জল। পানীয় জল ঘোলা হয়ে যাবার কারনে এলাকাবাসীকে পুরসভার পানীয় জল না খাবার জন্য পরামর্শ দিয়েছে পুরসভা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর পানীয় জলের এই দুরবস্থার জন্য সম্পূর্ণভাবে ডিভিসিকে দায়ী করেছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানালেন, ডিভিসি জল ছাড়ার কারণে গঙ্গার জলস্তর অনেকটা বেড়ে গেছে। আর সেই কারণেই পানীয় জলের মান কিছুটা খারাপ হয়ে গেছে। তিনি দাবি করেছেন, জল পরিশোধন করার জন্য প্লান্টের যে মেশিন ব্যবহার করা হয়, সেই মেশিনে মাটি ঢুকে যাবার কারণে, সমস্যা বেঁধেছে। পানীয় জল ঘোলাটে হয়ে গেছে। তবে মন্ত্রী আশ্বাস দিয়েছেন, আগামী দু-তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে।

প্রসঙ্গত, দক্ষিণবঙ্গে বন্যার জন্য বারবার ডিভিসি কে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী অভিযোগ করেছেন, রাজ্যকে না জানিয়েই প্রচুর জল ছেড়ে দিয়েছে ডিভিসি। যার ফলে দেখা গিয়েছে বন্যা। বিহার, ঝাড়খন্ড রাজ্যের অতিবৃষ্টির খেসারত দিতে হয়েছে পশ্চিমবঙ্গকে। তবে, এই অভিযোগ মেনে নেয়নি বিজেপি। আবার ডিভিসির পক্ষ থেকে দাবি করা হয় যে, রাজ্যকে না জানিয়ে কখনোই জল ছাড়া হয়নি। আর এবার ঘোলাজলের জন্যও ডিভিসিকে দায়ী করলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!