এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যত মারবেন, তত বিজেপি বাড়বে- প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে একেবারে হুংকার শুভেন্দুর

যত মারবেন, তত বিজেপি বাড়বে- প্রতিবাদ মিছিলে দাঁড়িয়ে একেবারে হুংকার শুভেন্দুর


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পেট্রোপণ্যের উপর ভ্যাট কমাবার দাবি জানিয়ে আজ প্রতিবাদ মিছিলের আয়োজন করে বিজেপি। তবে করোনা সংক্রমনের কারণ দেখিয়ে পুলিশ এই মিছিলের অনুমতি দেয়নি। পুলিশ ব্যারিকেড করে বিজেপির মিছিলকে আটকে দেয়। পুলিশ এর ব্যারিকেড ভেঙ্গে এগিয়ে যাবার চেষ্টা করলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক বচসা বাঁধে, পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মিছিলে যোগদান করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিছিল থেকে প্রবল হুঁশিয়ারি দেন তিনি। শুভেন্দু অধিকারী জানান, বিজেপিকে যতই মারা হবে ততই বাড়বে বিজেপি।

রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, তারা পুলিশের ব্যারিকেড ভাঙতে আসেননি। শুধুমাত্র কলকাতা পুলিশ নয়, রাজ্য পুলিশও চলে এসেছে বিজেপিকে আটকাতে। বাইশটি রাজ্যে ভ্যাট কমানো হয়েছে, কিন্তু রাজ্য সরকার এখনো পর্যন্ত তা করেনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ভাঙেনি। তিনি হুশিয়ারি দিয়ে জানান, এভাবে কখনই বিজেপিকে আটকে দেওয়া যাবে না। বিজেপিকে যতই মারা হবে, ততই বাড়বে বিজেপি। বিরোধী দল হিসেবে যে দায়িত্ব দেয়া হয়েছে, সে দায়িত্ব পালন করবে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী জানালেন, এখানে তারা আইন ভাঙতে আসেন নি। কিন্তু এদিকে, ওদিকে ঘেরা। ২০০, ৩০০ কিলোমিটার এলাকা ঘিরে রাখা হয়েছে। এরপর মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানালেন, ভ্যাট কমিয়ে দিয়ে রাজ্যের মানুষের সুরাহা করুন তিনি। তিনি জানালেন, প্রধানমন্ত্রী এত বড় দীপাবলীর উপহার দিয়েছেন। এর আগের সরকার হাজার হাজার কোটি কোটি টাকা ঋণ নিয়েছে। সেই ঋণ শোধ করতে হচ্ছে। প্রধানমন্ত্রী চান আত্মনির্ভর ভারত, আর মুখ্যমন্ত্রী চান নির্ভরশীল বাংলা। মুখ্যমন্ত্রীর কাজই হলো ভাতা,ভিক্ষা ও ভর্তুকি। এই মুখ্যমন্ত্রী সিলিন্ডার নিয়ে মিছিল করেছেন। এখন কেন্দ্র শুল্ক কমিয়ে দিয়েছে। শুল্ক কমিয়ে দিয়েছে ২২ টি রাজ্য। আর বাংলার মেয়ে এখনো ঘুমাচ্ছেন। বাংলার মেয়ের ঘুম এখনো কাটেনি।

শুভেন্দু অধিকারী জানালেন, নন্দীগ্রামের ফলটা ভুলে গেছেন। দীপাবলীর আগে নরেন্দ্র মোদী পেট্রোল ও ডিজেলের উপর থেকে শুল্ক কমিয়ে দিয়েছেন। আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম কমা, বাড়ার ওপরে জ্বালানির দাম নির্ভর করে। সে ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকার তাদের শুল্ক কমিয়ে দিতে পারে। রাজ্য সরকার যে শুল্ক দেয়, তার পুরোটাই রাজ্য নিয়ে নেয়। আর কেন্দ্র যে শুল্ক দেয়, তার ৬০% রাজ্যকে দেয়া হয়। তাহলে ৪০ টাকারও বেশি পায় রাজ্য সরকার।

শুভেন্দু অধিকারী জানালেন, ১০ লক্ষ সরকারি কর্মচারীর পোস্ট ফাঁকা রয়েছে। নিয়োগ করা হচ্ছে না। ফাঁকা নয় চাকরি চাই। শিক্ষিত ছেলে মেয়েদের বেরিয়ে আসতে হবে। নতুন করে বাংলাকে সাধারণ মানুষের জন্য এগিয়ে নিয়ে যাওয়া হবে। মানুষের ন্যায্য দাবীতে ক্রমাগত আন্দোলন করবে বিজেপি। তিনি জানালেন, বিজেপি কখনোই কংগ্রেস, সিপিএম এর মত সেটিং করে চলে না।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!