এখন পড়ছেন
হোম > অন্যান্য > জানেন কি? জেনেটিক নয়! আপনার যৌনজীবন কেমন হবে পুরোপুরিই নির্ভর করে আপনার খাদ্যাভাসের উপর!

জানেন কি? জেনেটিক নয়! আপনার যৌনজীবন কেমন হবে পুরোপুরিই নির্ভর করে আপনার খাদ্যাভাসের উপর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মানুষের জীবনে খাদ্যাভ্যাস একটি বড় ব্যাপার। কারণ এই খাদ্যাভ্যাসের ওপরই নির্ভর করে মানুষের শারীরিক বৃদ্ধি, পুষ্টি চাহিদা এইসব। তাই ছোট থেকেই মানুষের খাদ্যাভ্যাসকে ঠিক করতে বলা হয়। কারণ ছোট থেকেই যদি এই অভ্যেস গড়ে ওঠে তাহলে ভবিষ্যতে সেই শিশুটি একটি সুস্থ স্বাস্থ্যের অধিকারী হতে পারে।

তবে এখন যদি বলি কেবল সুস্বাস্থ্য নয়, আপনার যৌনজীবন কেমন হবে পুরোপুরিই নির্ভর করে আপনার খাদ্যাভাসের উপর! তাহলে নিশ্চয়ই অবাক হবেন। কিন্তু সম্প্রতি একটি সমীক্ষায় এমনটাই দেখা গিয়েছে বলে জানা যায়। ওই সমীক্ষা অনুযায়ী, রূপান্তরকামীদের মধ্যে ছোট থেকেই কিছু খাদ্য সংক্রান্ত অভ্যাস গড়ে ওঠে। আর যা কিনা সবচেয়ে বেশি মেয়েদের মধ্যেই দেখা গিয়েছে। সেই তুলনায় পুরুষদের এ বিষয়ে হার সর্বনিম্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সম্প্রতি ‘‌জার্নাল অফ অ্যাডোলেসেন্ট হেল্‌থ’‌–এ প্রকাশিত হওয়া এই সমীক্ষাটি মার্কিন যুক্তরাষ্ট্রের ২২৩টি বিশ্ববিদ্যালয়ের ২৮৯,০২৪ জন পড়ুয়ার ওপর চালানো হয়েছে বলে জানা গেছে। আর সেখানেই মিলেছে এই তথ্য। দেখা গেছে ব্রাউন স্কুলের গবেষণার সহ অধ্যাপক ও এই সমীক্ষার এক সদস্য আলেক্সিস ডুনকান লক্ষ্য করেছেন যে রূপান্তরকামীদের মধ্যেই এই সমস্যা বেশি দেখা গেছে।

সেই সঙ্গে বিগত বছরগুলিতে চলা এই সমীক্ষায় সামনে এসেছে রূপান্তরকামীদের মধ্যেই সবচেয়ে বেশি খাবার সংক্রান্ত রোগ দেখা গিয়েছে। যা কিনা ডাক্তারি ভাষায় বুলিমিয়া নার্ভোসা বা অ্যানোরেক্সিয়া নার্ভোসা নামে পরিচিত। এছাড়া গত ৩০দিনে তাদের যৌন পরিচয়কে বদল করতে তাদের মধ্যে বমি করা, ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েট ট্যাবলেট খাওয়ার মত প্রবণতা দেখা গেছে বলেও জানা গেছে।

শুধু তাই নয়, এদের মধ্যে থেকেও আবার ২৬৮,০০৬ জন পড়ুয়া নিজেদের স্বাভাবিক বলে জানালেও ৫,০৫৭ জন নিশ্চিত করে তাঁদের লিঙ্গই বলতে পারেনি। এছাড়া ওই সমীক্ষায় ১৫,৪২২ জন উভকামী এবং ৪৭৯জন সমকামী বলে তাঁদের পরিচয় দিয়েছে বলে জানা গেছে। বস্তুত, প্রকৃতিতে অনেক শিশুই অন্যদের মতো স্বাভাবিকভাবে জন্মায় না। কেউ হয় রূপান্তরকামী, কেউ সমকামী আবার কেউ উভকামী। কিন্তু খাদ্যাভ্যাস যে এর কারণ হতে পারে সেকথা হয়ত এইভাবে কখনও জানা যায়নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!