এখন পড়ছেন
হোম > অন্যান্য > আপনি কি জানেন সপ্তাহে অন্তত দুবার যৌন সম্পর্ক করলে কত রকমের অসুখকে আপনি দূরে রাখতে পারেন?

আপনি কি জানেন সপ্তাহে অন্তত দুবার যৌন সম্পর্ক করলে কত রকমের অসুখকে আপনি দূরে রাখতে পারেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – যৌন মিলন মানব জীবনের একটি অন্যতম অঙ্গ। শরীর সুস্থ স্বাভাবিক রাখা থেকে শুরু করে মানুষের মেজাজ, কর্মের উৎসাহ, দৈনন্দিন জীবনের সুখকে ধরে রাখতে যৌন মিলন গুরুত্বপূর্ণ বলে মনে করেন চিকিৎসকরা। তবে সেই সঙ্গে যদি বলা হয় যৌনমিলনের ফলে মানব দেহের একাধিক রোগ থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে নিশ্চয়ই বিশ্বাস করবেন না। তবে এক্ষেত্রে জেনে নিতে পারেন সাম্প্রতিক গবেষণা কি বলছে।

সম্প্রতি পেনসিলভিনিয়ার বিজ্ঞানীরা একটি গবেষণা করেছেন। তাতে চারটি দল নিয়ে গবেষণা করা হয়। প্রথমে দলে থাকে সপ্তাহে অন্তত একবার শাররীক মিলন করেন এমন ১১২ জন। দ্বিতীয় দলে থাকেন যারা যৌনমিলন করেন না, এমন মানুষ।

তৃতীয় দলে থাকেন, যারা সপ্তাহে একদিনের চেয়ে কম অর্থাৎ দুই সপ্তাহ কিংবা মাসে একবার যৌন মিলন করেন, এমন মানুষ। এবং চতুর্থ দলে থাকেন, যারা অনেকবার অর্থাৎ সপ্তাহে তিনবার কিংবা তার বেশি শাররীক মিলন করেন। জানা গেছে, এদের প্রত্যেকেরই হজমে সহায়তাকারী মুখের লালার নমুনা সংগ্রহ করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এবার সেই পরীক্ষা করে যে তথ্য উৎঘাটিত হয়েছে, তাতে দেখা গেছে – প্রথম দলের অর্থাৎ সপ্তাহে ১ বার যারা জানা মিলন করেন, সেইসমস্ত মানুষদের IgA এর স্তর অন্য তিন দলের চেয়ে অনেকটাই ভালো। জানা গেছে, সপ্তাহে একবার বা দু’বার শাররীক মিলনে ইম্যুওনোগ্লোবুলিন-এ (IgA) নামক একটি এন্টিবডি’র স্তর বৃদ্ধি পায়, যা ঠান্ডা লাগা/নাক বন্ধ হয়ে যাওয়া থেকে রক্ষা করে।

শুধু তাই নয়, এর ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতার গড়ে ওঠে। তাই আমাদের ইমিয়্যুন সিস্টেম ঠিক রাখতে শারীরিক মিলন প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। অন্যদিকে , রোগ প্রতিরোধের ক্ষেত্রে এটি একটি থেরাপির মত কাজ করে বলেও মনে করেন চিকিৎসকেরা।

তাঁদের কথায়, এর মাধ্যমে পাচন কার্য ঠিক হওয়ার ফলে রোগ প্রতিরোধক ক্ষমতাও সুদৃঢ় হয়। ফলে মানুষ সহজেই বিভিন্ন রোগ ভাইরাল অ্যাটাক থেকে নিজেকে বাঁচিয়ে ফেলতে পারে। এছাড়া বিভিন্ন গবেষণার মাধ্যমেও জানা গেছে যে, স্বামী স্ত্রীর শারীরিক মিলনের ফলে মাথা এবং হাড়ের জয়েণ্টের ব্যাথার ক্ষেত্রে আরাম পাওয়া যায়।

বস্তুত, শারীরিক মিলনের সময় ওর্গাজমের আগে অক্সিটোসিন হর্মোনের স্তর পাঁচ গুন বেড়ে যায় বলে মনে করা হয়। আর এর ফলে এন্ড্রোফিন হরমোন নিঃসৃত হতে থাকে। ফলে মাথা ব্যাথা, মাইগ্রেন আর আর্থারাইটিসের মত ব্যাথা থেকে আরাম পাওয়া যায়। তাই ব্যথার ওষুধের থেকে এর মাধ্যমে ব্যথা থেকে মুক্তি পাওয়া অনেক সহজ বলেই মনে করেন চিকিৎসকেরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!