এখন পড়ছেন
হোম > রাজ্য > বর্ধমান > ১৪৪ ধারা জারি করে আটকানো হল জয় ব্যানার্জিকে, অথচ তৃণমূলের বাইক ঘুরছে অবাধে! উঠল অভিযোগ

১৪৪ ধারা জারি করে আটকানো হল জয় ব্যানার্জিকে, অথচ তৃণমূলের বাইক ঘুরছে অবাধে! উঠল অভিযোগ


গতকাল বর্ধমানে ঘরছাড়া বিজেপি কর্মীদের গিয়ে বড়সড় ‘চক্রান্তের’ শিকার হলেন বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির মেম্বার জয় ব্যানার্জি বলে নিজেই বিস্ফোরক অভিযোগ তুললেন তিনি। জয়বাবুর দাবি, গত ৮ ই জানুয়ারী বর্ধমানের ছোড়া গ্রামে একটি জনসভার আয়োজন করেন স্থানীয় বিজেপি নেতারা। সভা চলাকালীনই একদল দুষ্কৃতী হামলা চালায় – এমনকি, সভা শেষ হয়ে যাওয়ার পরে রাত্রে স্থানীয় বিজেপি কর্মীদের উপর আক্রমন চালানো হয়। ফলে, গত ৯ ই জানুয়ারি থেকে ঘরছাড়া আউশগ্রামের বেশ কিছু বিজেপি কর্মী। অন্যান্য কর্মীরা পরবর্তীকালে গ্রামে ফিরে এলেও বিকাশ ভক্ত নামে এক কর্মী এখনও আতঙ্কে গ্রামছাড়া।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর সেই বিকাশবাবুকেই নিজের ঘরে ফেরাতে উদ্যোগ নিয়েছিলেন জয়বাবু। সঙ্গে নিয়ে গিয়েছিলেন জেলা সভাপতি সন্দীপ নন্দী ও স্থানীয় নেতা নবকুমার হাজরাকে। জয়বাবুর দাবি, তাঁদের এই কর্মসূচির কথা আগেই ইমেল করে তিনি পুলিশ প্রশাসনকে জানিয়েছিলেন। কিন্তু, তাঁদের যাত্রাপথের মাঝপথেই পুলিশ ও স্থানীয় ‘দুষ্কৃতীরা’ তাঁদের পথরোধ করেন বলে অভিযোগ জানান তিনি। জয়বাবু বলেন, দুর্গাপূজার বিসর্জনের কথা জানিয়ে এলাকায় ১৪৪ ধারা জারি আছে বলে তাঁদের আটকানো হয় – অথচ সেখানে বাইকে তৃণমূলের পতাকা লাগিয়ে বহু মানুষ ঘোরাফেরা করেন!

বঙ্গ বিজেপির অন্যতম মুখ জয় বন্দ্যোপাধ্যায় আরও জানান, পুলিশের বাধা অতিক্রম করে গেলে আমাদের উপর আক্রমণ নেমে আসতে পারত। আমরা অশান্তি চাই না বলে ফিরে এসেছি। তবে, পুলিশকে চারদিন সময় দেওয়া হয়েছে। এর মধ্যে আমরা গিয়ে যাতে আউশগ্রামের আমাদের ঘরছাড়া নেতা বিকাশ ভক্তকে বাড়ি ফেরাতে পারি তার ব্যবস্থা করতে হবে। না হলে পুলিশকেই গ্রামে ফেরাতে হবে বিকাশকে। তা না করলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। সাংবাদিক বৈঠকে কি বলেছেন জয় ব্যানার্জি, দেখে নিন একনজরে –

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!