এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > আগে দেশ তারপরে ধর্ম – আগে আমরা ভারতবাসী পরে আমরা হিন্দু বা মুসলিম: জয় বন্দ্যোপাধ্যায়

আগে দেশ তারপরে ধর্ম – আগে আমরা ভারতবাসী পরে আমরা হিন্দু বা মুসলিম: জয় বন্দ্যোপাধ্যায়


আজ কলকাতা প্রেস ক্লাবে রাষ্ট্রীয় জাগরণ মঞ্চ আয়োজিত এক সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতা জয় বন্দ্যোপাধ্যায়, ইশরাত জাহান, সিদ্ধার্থ চ্যাটার্জি সহ আরও অনেকে। দুপুর ২ টো থেকে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য জয় বন্দ্যোপাধ্যায় এই সময়ের পরিপ্রেক্ষিতে বেশ কিছু গুরুত্ত্বপূর্ন কথা তুলে ধরেন।

তিনি সাংবাদিক বৈঠক শুরু করেন উপস্থিত সকলকে রাখি পূর্ণিমা ও দোল উৎসবের শুভেচ্ছা জানিয়ে। এরপরেই তিনি তাঁর ছাত্র জীবনের কথা তুলে ধরে জানান, আমি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র – সেখান থেকেই দর্শন, মা-বাবা, ঈশ্বর, দেশ সব সম্পর্কেই শিক্ষা পেয়েছি। তিনি বলেন, নরেন্দ্রপুরে সব থেকে বড় শিক্ষা – সবথেকে বড় পূজনীয় হলেন মা-বাবা। আর মা-বাবার পরেই আসে রাষ্ট্র ও রাষ্ট্রের মান, এবং তারপরে আসে নিজের ধর্ম। এই চারটি জিনিসকে মানুষ যদি সঠিকভাবে সম্মান করতে পারে তাহলেই সে একটা জায়গায় পৌঁছাতে পারে।

এরপরেই জয়বাবু তুলে ধরেন, কোন পরিপ্রেক্ষিতে দেশের সম্মান ও জয়গান দরকার তার কথা। তিনি বলেন, দেশমাতাকে ভালোবাসতে হবে – ভারতবর্ষ বৈচিত্রময় দেশ, এখানে প্রচুর ভাষা, প্রচুর ধর্ম, প্রচুর আচার-আচরণ। কিন্তু এত বৈচিত্রের মধ্যে একটা জায়গায় সবাইকে আসতেই হবে তা হল সবার আগে আমার দেশ। তিনি গর্বের সঙ্গে বলেন, দেশকে উপযুক্ত শ্রদ্ধা-সম্মান করতে পারলে ও সুরক্ষা দিতে পারলেই আমরা উপযুক্ত মানুষ হব।

এই প্রসঙ্গে একসময়ের বাংলা চলচিত্রের শীর্ষনায়ক, এরপরে কিছুটা স্মৃতিমেদুর হয়ে তাঁর অতীত অভিজ্ঞতা তুলে ধরে বলেন, একবার আমার ‘চপার’ ছবির জন্য অবিভক্ত রাশিয়ায় যাওয়ার সৌভাগ্য হয়েছিল, সেখানে তাসখন্দে গিয়েছিলাম বাবরের সমাধি দেখতে – ওটা কিন্তু মুসলিম প্রধান এলাকা। সেখানে যে দোভাষী আমার সঙ্গে ছিলেন – সেই মেয়েটি ধর্মে ছিলেন মুসলমান, কিন্তু জিজ্ঞাসা করায় তিনি জানান – প্রথমে আমি রাশিয়ান, পরে আমি মুসলমান – এটা রীতিমত শিক্ষণীয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

জয় বন্দ্যোপাধ্যায় এবার কিছুটা খেদের সুরেই বলেন, আমাদের দুর্ভাগ্য কিছু কিছু জায়গায় ভারত মাকে অবহেলা করা হচ্ছে! তবে যারা ভারতে থাকছে অথচ ভারত মাকে অবহেলা করছে তারা কিন্তু কোনোদিনই জীবনে দাঁড়াতে পারবে না, তাদের কোনোদিন ভালো হবে না – একথা জোর দিয়ে বলতে পারি। যাঁরা নিজের বাবা-মাকে পুজো করে, নিজের দেশমাতাকে পুজো করে, নিজের ধর্মকে সঠিক জায়গায় রাখে – তাকে দেশের সঙ্গে যেন গুলিয়ে না ফেলে – তারা এগিয়ে যাবেই। কেননা আগে দেশ তারপরে ধর্ম – আগে আমরা ভারতবাসী পরে আমরা হিন্দু বা মুসলিম বা খ্রিশ্চান।

এরপর জয় ব্যানার্জি জানান, সিদ্ধার্থ চ্যাটার্জির নেতৃত্ত্বে যেভাবে মুসলিম জাগরণ মঞ্চ দেশপ্রেম জাগানোর জন্য কাজ করছেন – সেই জন্য আমি তাদের বাহবা দিই, অভিনন্দন জানাই। দেশপ্রেম জাগানোর এটাই সঠিক সময় – আমি সবসময় তার জন্য আছি দেশকে ভালোবাসার থেকে – দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার থেকে গর্বের বিষয় আর কিছু হতে পারে না। আমি ভিখারি হয়েও আমার বুকে যদি দেশপ্রেম থাকে তাহলে আমি অনেক বড় রাজা হতে পারি।

বর্তমান পরিস্থিতিতে আসামের অনুপ্রবেশকারী নিয়ে গোটা দেশই প্রায় উত্তাল। তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল এই ইস্যুতে বিজেপিকে রীতিমত কোনঠাসা করার চেষ্টা করছে। কিন্তু জয় ব্যানার্জি এই প্রসঙ্গে নিজের ও দলের অবস্থান স্পষ্ট করে দিলেন এই বলে, ধর্মের ভিত্তিতে ভারতবর্ষ ভাগের সময় যে সকল মুসলমান ভাই-বোনেরা জানিয়েছিলেন – ভারতবর্ষ আমার দেশ, আমার পূর্বপুরুষদের কবর এই দেশে আছে – তাই এদেশ ছেড়ে আমরা কোথাও যাবো না, তাঁদের নিয়ে আজ পর্যন্ত আমাদের কোনো অসুবিধা হয় নি। আমরা সুন্দর ভাবে হেসে খেলে, এক থালায় খেয়ে – একসঙ্গে ভারতীয় হয়েই রয়েছি।

এরপরে অনুপ্রবেশকারীদের কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে চিহ্নিতকরণের কাজে হাত দিয়েছে বিজেপি তা স্পষ্ট করেন। তিনি বলেন, যারা অনুপ্রবেশ ঘটিয়ে ভারতের স্থিরতা নষ্ট করছে – আমি মুসলিম রাষ্ট্রীয় মঞ্চকে অনুরোধ করব সেদিকে একটু নজর দিন। কেননা এরফলে যাঁরা সত্যিকারের ভারতীয় তাঁরা পিছিয়ে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে আর এই অনুপ্রবেশকারীরা সুবিধা পেয়ে এগিয়ে যাচ্ছে। যে ঘরে ১০ জন থাকতে পারে সেই ঘরে ২৫ জন ঢুকে গেলে সেখানে অক্সিজেন কমে যায় – হাওয়াটা বিষাক্ত হয়ে যায়। যারা ভারত বিদ্বেষী নয় তাদের নিয়ে এগিয়ে যেতে আমাদের কোনো অসুবিধা নেই, আমাদের দেশকে নিঃসংকোচে ভারতমাতা বলতে যাঁদের অসুবিধা নেই তাঁদের নিয়ে এগিয়ে যেতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য সত্যিকারের ভারতীয়দের অসুবিধা হতে আমরা দিতে পারি না।

https://www.youtube.com/watch?v=M1Sd8JeuZuU

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!