এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > জয় বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগ নিয়ে এবার বিস্ফোরক বক্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্তর

জয় বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগ নিয়ে এবার বিস্ফোরক বক্তব্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্তর


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপিতে যে ভাঙ্গনের পালা চলছে, সেই পরিস্থিতিতে গতকাল দল ছেড়ে দিলেন বিজেপির দাপুটে নেতা তথা অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। সরাসরি প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, দলের কোন সংস্কার নেই, নির্বাচনে পরাজয়ের পর কোন আত্মসমীক্ষা করেনি দল। দলের কর্মীরা দিশেহারা হয়ে পড়েছেন। এবার তাঁর দলত্যাগ নিয়ে বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

গতকাল দল ছাড়ার পর বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে, ২০১৪ সালে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির আদর্শে। এবার তিনি প্রধানমন্ত্রীকেই চিঠি দিয়ে দল ছাড়ছেন। তিনি অভিযোগ করেছেন, এই দল মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনরকম সংস্কার না করে অন্য দলের উপরে দোষ দিচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বিশ্বাস করেন না, রিগিং করে পাওয়া যায় দেড় লক্ষ ভোট। যে দল খেলায় হেরে যায়, সেই দল আত্মসমীক্ষা করে, যাতে পরের খেলায় তারা ভালো ফল করতে পারে। কিন্তু বিজেপির কোন সংস্কার নেই। কোন আত্মসমীক্ষা নেই। দলের কর্মীরা এই অবস্থায় দিশেহারা হয়ে পড়েছেন। তিনি তাঁদের কোনো পথ দেখাতে পারছেন না।

সর্বদা তিনি মানুষকে নিয়ে কাজ করেছেন। সিনেমাতে তিনি কাজ করেছেন, তা মানুষকে নিয়ে, রাজনীতি করেছেন তাও মানুষকে নিয়ে। তাই যে দল মানুষের সঙ্গে আছে, তিনি যদি সুযোগ পান তবে সেই দলে তিনি যোগদান করবেন। এটাই তাঁর ইচ্ছা। একারনে তিনি বিজেপি ত্যাগ করেছেন। এ ছাড়া তাঁর আর কোনো পথ নেই।

এবার জয় বন্দ্যোপাধ্যায়ের দলত্যাগ প্রসঙ্গে বক্তব্য রাখলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এ প্রসঙ্গে তিনি জানালেন, কে দল ছেড়ে দিলেন? তাতে কিছু আসে- যায় না। জয় বন্দ্যোপাধ্যায় যখন বিজেপিতে যোগদান করেন নি, সে সময়ও বিজেপি ছিল, বিজেপি ভবিষ্যতেও থাকবে। বিজেপি বিজেপির মতোই থেকে যাবে। তিনি থাকলেও বিজেপি থাকবে, তিনি না থাকলেও বিজেপি থাকবে। বিজেপি বিজেপির মতই চলতে থাকবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!