এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জয় নিশ্চিত করতে কর্মীদের বড় পুরস্কারের ঘোষণা হেভিওয়েট নেতার, জেনে নিন

জয় নিশ্চিত করতে কর্মীদের বড় পুরস্কারের ঘোষণা হেভিওয়েট নেতার, জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির সাথে লড়াইটা যে এইবার খুব একটা সহজ নয়, তা বেশ ভালোই বুঝতে পারছে তৃণমূল কংগ্রেস। তাই প্রচার পর্বে নেমে যেমন জনসংযোগ করতে দেখা যাচ্ছে শাসক দলের নেতাকর্মীদের, ঠিক তেমনই দলীয় কর্মীদের চাঙ্গা করতে দেওয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। এবার বুথের নেতাদের পক্ষ থেকে লিড দেওয়া হলে সেই বুথের নেতাদের বিশেষ সংবর্ধনা দেওয়ার কথা জানিয়ে দিলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। স্বাভাবিক ভাবেই প্রার্থীর মুখ থেকে এই কথা শুনে এখন রীতিমত উজ্জীবিত বুথ স্তরের নেতাকর্মীরা।

জানা যায়, এদিন তৃণমূলের পক্ষ থেকে একটি কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। আর সেখানেই প্রতিটি অঞ্চলের বুথ থেকে প্রার্থীকে লিড দিতে হবে বলে জানিয়ে দেন নেতৃত্বরা। এমনকি লোকসভা নির্বাচনের থেকে বেশ কয়েক গুন লিড বাড়াতে হবে বলেও জানিয়ে দিতে দেখা যায়নি নেতাদের। আর সেখানে যদি প্রতিটি বুথ থেকে লিড দেওয়া সম্ভব হয়, তাহলে সেই বুথের নেতাদের বিশেষ সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়ে দেন কাটোয়ার তৃণমূল প্রার্থী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অর্থাৎ বিজেপির যখন প্রভাব বাড়ছে, তখন নিজের দলকে সংঘবদ্ধ করে দলীয় কর্মীদের উজ্জীবিত রাখতে এবং জয়লাভ নিশ্চিত করতেই তৃণমূল প্রার্থী এই ধরনের মন্তব্য করলেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।পর্যবেক্ষকদের দাবি, তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনে খুব একটা ভালো ফল করতে পারেনি।

তবে এবার তাদের লক্ষ্য, তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় বসা। আর এই পরিস্থিতিতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তাদের জয়ের পথে বড় কাঁটা হয়ে যেতে পারে বলে একাংশ মনে করতে শুরু করেছিলেন। তবে ভোটের মুখে যাতে সেই সমস্ত কিছু কাজ না করে, তার জন্য এবার কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সকলকে আশ্বস্ত করার চেষ্টা করলেন কাটোয়ার তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

এদিন এই প্রসঙ্গে তিনি বলেন, “দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই ইশতেহার প্রকাশিত করেছেন। দলের শ্লোগান আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। এবার প্রতিটি অঞ্চলের বুথ স্তরের কর্মীদের সব কিছু জানানো হল। ভোটের সময় কিভাবে তারা কাজ করবেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।” তবে ভোটে জয়লাভ করতে প্রতিটি বুথ থেকে লিড পাওয়ার জন্য তৃণমূল প্রার্থীর এই ধরনের প্রতিশ্রুতি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!