এখন পড়ছেন
হোম > খেলা > জয় অধরাই ইস্টবেঙ্গলের, গোলের সুযোগ হেলায় নষ্ট

জয় অধরাই ইস্টবেঙ্গলের, গোলের সুযোগ হেলায় নষ্ট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবারো লাল-হলুদ শিবির হতাশ করল অনুরাগীদের। বেশ কিছুদিন যাবৎ একনাগাড়ে হারের পর 6 নম্বর ম্যাচে ইস্টবেঙ্গলের জয়ের একটা আশা তৈরি হয়েছিল। লাল হলুদ ভক্তদের মনে তখনহাজারটা আলোর ঝলকানি উঁকি দিচ্ছে। কিন্তু চাপের মুখে লাল-হলুদের রক্ষণ ভেঙে ছারখার হয়ে গেল কেরালার মাঠে। এদিন দেখা গেছে, লাল হলুদ ফুটবলাররা নষ্ট করেছেন একাধিক গোল। দীর্ঘ সময় তাঁরা অবশ্য এক গোলে এগিয়ে থাকলেও অন্তিম মুহূর্তে তাঁদের গোল দেয় কেরালা ব্লাস্টার্স।

খুব স্বাভাবিকভাবেই ইস্টবেঙ্গল অনুগামীরা ক্রমশ হতাশ হয়ে পড়ছেন। সূত্রের খবর, প্রস্তুতি ম্যাচে কিন্তু কিবু ভিকানার কেরালা ব্লাস্টার্সকে তিন-এক গোলে হারিয়েছিল ফাউলারের ছেলেরা। খুব স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী হয়ে কেরালার মাঠে নেমেছিলেন লাল-হলুদ টিম। কিন্তু বাস্তবে দেখা গেল খেলা শুরু হওয়ার পর ধীরে ধীরে লাল-হলুদ টিম ক্রমশ আত্মবিশ্বাস হারিয়ে ফেলল। ফলস্বরূপ, খেলার শেষ প্রান্তে গিয়ে গোল হজম করে নিশ্চিত 3 পয়েন্ট হারালো ইস্টবেঙ্গল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রথমদিকে কেরালার খেলোয়াড়দের কিন্তু যথেষ্ট দিকভ্রান্ত দেখা গিয়েছে। পয়েন্ট বাঁচাতে গিয়ে নিজেদের গোলেই আত্মঘাতী গোল দেয় তাঁদের ডিফেন্ডার কোনে। কিন্তু বারবার গোল দেওয়ার সুযোগ নষ্ট করতে থাকে লাল-হলুদ খেলোয়াড়রা। পাশাপাশি কেরালার অ্যালবিনো গোমস দুর্ভেদ্য রক্ষণ হয়ে ওঠেন। দ্বিতীয়ার্ধেও প্রায় একইরকম ছবি দেখা যায়। ম্যাচের দ্বিতীয়ার্ধে বেশ কিছু ভুলভ্রান্তি দেখা যায় লাল হলুদ এর ডিফেন্সে। এর হিসেব চুকাতে হয় অন্তিম মুহূর্তে কেরালার কাছে গোল হজম করে।

কেরালার জেকসন গোল দিয়ে কেরালাকে সমতায় ফেরান। দ্বিতীয় গোল করার বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গলের ছেলেরা। ফলস্বরূপ ড্র করেই মাঠ ছাড়তে হয় ফাউলারের দলকে। বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে ফাউলারের দলকে খুব একটা ভরসা করছে না কেউই। পাশাপাশি দলের এরকম রেজাল্টে কোচের দিকেই অঙ্গুলিহেলনে ব্যস্ত অনেকেই। আপাতত আইএসএল তালিকায় অনেকটাই নিচের দিকে রয়ে গেল ইস্টবেঙ্গল। এখন শুধু ইস্টবেঙ্গল অনুগামীরা আশায় রয়েছেন কবে তাদের লাল হলুদ মশাল জ্বলে ওঠে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!