এখন পড়ছেন
হোম > খেলা > জয় শাহের স্তুতি ঝরে পড়লেও বোর্ড সভাপতি সৌরভের নাম শোনা গেল না আম্বানি পুত্রের মুখে, শুরু শোরগোল!

জয় শাহের স্তুতি ঝরে পড়লেও বোর্ড সভাপতি সৌরভের নাম শোনা গেল না আম্বানি পুত্রের মুখে, শুরু শোরগোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের মুম্বাই ইন্ডিয়ান্স দলকে সেরা বলে জানালেন মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজির কর্ণধার আকাশ আম্বানি। ইতিপূর্বে পাঁচবার মুম্বাই ইন্ডিয়ান্স চ্যাম্পিয়ন হলেও, এবারের দলকেই সেরার তকমা দিলেন তিনি। সেইসঙ্গে করোনা সংক্রমণ পরিস্থিতির মধ্যেও সুষ্ঠুভাবে আইপিএলের আয়োজনের জন্য বিসিসিআইকে ধন্যবাদ দিলেন তিনি। ধন্যবাদ দিলেন তিনি সচিব জয় শাহকে। কিন্তু বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলীর নাম একবারের জন্যও করলেন না তিনি। তাঁকে যেন ভুলেই গেলেন তিনি। যার ফলে অনেকে বিস্মিত হলেন।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারের মুকেশ আম্বানির পুত্র আকাশ আম্বানি জানালেন যে, মুম্বাই ইন্ডিয়ান্স দলের ওপর তিনি অত্যন্ত খুশি। তিনি ব্যাপক প্রশংসা করলেন এই দলের। করোনা সংক্রমনের সময়তেও আইপিএল টুর্নামেন্ট এর আয়োজন করার জন্য বিসিসিআইকে তিনি ধন্যবাদ জানালেন, ধন্যবাদ জানালেন জয় শাহকে। কিন্তু একটিবারের জন্যও তিনি করলেন না বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম।

সাক্ষাৎকারে আকাশ আম্বানি জানালেন যে, পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়ার পরিকল্পনা তাঁরা এর আগেই করেছিলেন। তবে পরপর দুবার চ্যাম্পিয়ন হওয়া সত্যিই তাঁর কথায় থ্রিলিং। গতবছর ও এবছরের পরিসংখ্যান দেখলে বোঝা যাবে যে, জয়-পরাজয়ের ভিত্তিতে সাফল্যের হার একই রকম আছে। তবে ক্রিকেটের মান যদি বিচার করে দেখা যায়, তবে এ বছর মুম্বাই ইন্ডিয়ান্স আরো ভালো খেলেছে বলে দাবি করলেন তিনি। তাঁর কথায়, পরিকল্পনা করা এবং খেলার মাঠে তার বাস্তবায়ন ঘটানোর মধ্যে শতকরা ৯৫ – ৯৮ ভাগ হতে পেরেছে তিনি জানালেন। তাঁর কথায়, শেষ ১৩ বছরের মধ্যে এটাই হল সেরা আইপিএল মরসুম।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মুকেশ আম্বানির পুত্র আকাশ আম্বানি পিতার মুম্বাই ইন্ডিয়ান্স কেনার স্মৃতির প্রসঙ্গ উত্থাপন করলেন। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, গত ২০০৮ সালে তারা ফুটবল খেলেছিলেন। সে সময় তাঁর পিতা মুকেশ আম্বানি জানালেন যে, তিনি ক্রিকেট দল কিনেছেন। সেসময় আইপিএল কেমন হতে পারে? সে বিষয়ে তারা কিছুই জানতেন না। তবে তিনি জানালেন যে, সেসময় আইপিএল টুর্নামেন্টকে ঘিরে অনেক প্রত্যাশার সৃষ্টি হয়েছিল।

মুম্বাই ইন্ডিয়ান্স দলকে চমৎকার ভাবে গড়ে তোলার জন্য তিনি মাতা নীতা আম্বানিরও কৃতিত্বর কথা জানালেন। কিভাবে একটা ভালো টিম গঠন করা যায় সে সম্পর্কে বলতে গিয়ে তিনি জানালেন, ” নিলাম এবং রিলিজ লিস্ট সত্যি ভীষন কঠিন কাজ। নিলামের প্রথম বিষয়ই হল, গতবারের পারফরম্যান্স বিবেচনা করে নতুন ক্রিকেটার সংযোজন করা। তার পর কোর টিম গঠন করা। কায়রণ পোলার্ড দীর্ঘ দিন ধরে দলের সঙ্গে রয়েছেন। ছয় নম্বর মরশুম থেকে হার্দিক, বুমরা, ক্রুনালও এই কোর টিমের অংশ হয়ে গিয়েছেন। আমরা এই কোর টিম গঠনে বরাবর জোড় দিয়েছি। তারপর এই টিম বাড়ানোর কাজে মন দিয়েছি।”

সংবাদমাধ্যমের কাছে এই সাক্ষাৎকারে তিনি তিন মরসুম ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে থাকা ক্রিকেটার সূর্য কুমার যাদবের প্রশংসা করলেন। এছাড়া ক্রিকেটার ঈশান কিষান ও কুইন্টন ডিককের প্রসংসা করলেন তিনি। তাঁদের সম্পর্কে তিনি বলেন যে, এই দুজন ক্রিকেটার দলের স্ট্র্যাটেজিতে খাপ খাইয়ে নিয়েছেন। এভাবে দলের প্রতি তিনি যেমন প্রশংসা করলেন তেমনি ধন্যবাদ জানালেন বিসিসিআইকে, জয় শাহকে। কিন্তু একটিবারের জন্যও করলেন না নাম সৌরভ গাঙ্গুলীর নাম।যা নিয়ে অনেকেই বিস্মিত হলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!