জয় শ্রীরাম নিয়ে নয়া অবস্থান মুখ্যমন্ত্রীর, জেনে নিন বিস্তারিত কলকাতা জাতীয় রাজ্য June 3, 2019 লোকসভা ভোটের পর থেকে রাম নামকে ঘিরেই যেন আবর্তিত হতে শুরু করেছে বঙ্গ রাজনীতি। কিন্তু হঠাৎ রামের কেন উদ্ভব হল বাংলায়, তা নিয়ে নানা মহলে নানা প্রশ্ন থাকলেও শাসক দল তৃণমূল বনাম বিরোধী দল বিজেপির তরজা যেন কিছুতেই কমছে না। প্রসঙ্গত, কিছুদিন আগেই চন্দ্রকোনা রোড দিয়ে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয় গেলে কিছু যুবক জয় শ্রীরাম স্লোগান দিয়ে বাইরে বেরিয়ে আসায় গোটা ঘটনায় তাকে গালাগালি দেওয়া হচ্ছে বলে রনংদেহী মেজাজে অবতীর্ণ হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সম্প্রতি নৈহাটিতে সেই তৃণমূল নেত্রীর কনভয় গেলে তার পাশ দিয়ে একাধিক জায়গায় জয় শ্রীরাম স্লোগান দিতে থাকে কিছু যুবক। পাল্টা গাড়ি থেকে নেমে গোটা ঘটনায় বিজেপির চক্রান্ত রয়েছে বলে অভিযোগ করে “কিরে পালাচ্ছিস কেন! ক্রিমিনাল সব, আমাকে গালাগালি দিচ্ছে! আমার গাড়িতে হামলা করছে” বলে সরব হতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সামান্য জয় শ্রীরাম স্লোগান বলায় এইভাবে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর রোষানলে যে পড়তে হবে সাধারণ মানুষকে, তা তুলে ধরে ইতিমধ্যেই সেই তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে রাজ্যের বিভিন্ন মহলকে। কেন সামান্য রামের নাম করায় সেটা কি গালাগালি হিসেবে ধরছেন মমতা বন্দ্যোপাধ্যায়! তাহলে কি রামের নাম করাতে আপত্তি রয়েছে তার! আর তাই তিনি এহেন আচরণ করছেন! এই কথা তুলে ধরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছে গেরুয়া শিবির। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এদিকে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাওয়ায় এবং জয় শ্রীরাম নিয়ে তার আচরণ প্রসঙ্গে বিজেপি দাবির পাল্টা যুক্তি খাড়া করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন এই প্রসঙ্গে ফেসবুক পোস্টে মুখ্যমন্ত্রী লেখেন, “আরএসএস যেভাবে জোর করে একটি রাজনৈতিক স্লোগানকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমরা তার বিরোধিতা করি। আমাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো স্লোগান নিয়ে আপত্তি নেই। কিন্তু ভারতের ধর্মনিরপেক্ষ চরিত্রকে রক্ষা করতে আমরা বিজেপির এই অপচেষ্টাকে রুখে দেওয়ার সব রকম প্রয়াস করব। কোনো ধর্মীয় স্লোগানে আপত্তি নেই। তবে বিজেপি যেভাবে ধর্ম আর রাজনীতিকে মিশিয়ে দিয়ে বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, সেই বিভাজনকে রুখতে হবে।” পর্যবেক্ষকদের মতে, আসলে চাপে পড়েই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জয় শ্রীরাম স্লোগান কিছু যুবক দেওয়াতে তিনি সেটাকে গালাগালি হিসেবে ধরে যেভাবে প্রকাশ্য রাস্তায় নেমে হুমকি-ধমকি দিয়েছেন, তা দেখে হতবাক হয়ে গিয়েছিল সমস্ত মহলই। এমনকি সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে নানা ট্রোলও হয়েছিল। আর এই ইস্যুকে নিয়ে হিন্দুদের মনে যাতে বিজেপি কোনোরূপ প্রভাব কাটতে না পারে, তার জন্যই এবার চাপে পড়ে এই জয় শ্রীরাম ইস্যুতে ফেসবুক পোস্টে নিজের মত জানালেন তৃণমূল নেত্রী বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ। আপনার মতামত জানান -