এখন পড়ছেন
হোম > জাতীয় > জয় শ্রীরাম ধ্বনি কি বিজেপির লড়াইয়ের মন্ত্র? কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?

জয় শ্রীরাম ধ্বনি কি বিজেপির লড়াইয়ের মন্ত্র? কি বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে তরজা শুরু হয়েছিল নেতাজির জন্ম দিনে। সেদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখার সময় তাঁকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দিয়েছিলেন বেশকিছু দর্শক। যে ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছিলেন মুখ্যমন্ত্রী। বক্তব্য না রেখেই চলে গিয়েছিলেন মঞ্চ ছেড়ে। এরপর থেকেই জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে ব্যাপক রাজনৈতিক তারজার সূত্রপাত। জয় শ্রীরাম ধ্বনিকে কেন্দ্র করে তৃণমূলের যেমন আক্রোশ বাড়তে থাকে, তেমনি জয় শ্রীরাম ধ্বনি আরো বেশি করে ব্যবহার করতে আরম্ভ করে বিজেপি। সরগরম হয়ে ওঠে রাজ্যের রাজনীতি। এবার এ প্রসঙ্গে বিশেষ বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গতকাল, এক সর্বভারতীয় টিভি চ্যানেলের আলোচনা চক্রে যোগদান করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানেই জয় শ্রীরাম ধ্বনি প্রসঙ্গে বিশেষ বক্তব্য রাখলেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলায় জয় শ্রী রাম ধর্মীয় ধ্বনি নয়, এই ধ্বনি তোষণের রাজনীতির বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত আক্রোশ। তিনি জানালেন, স্লোগান বদলে যায় কালে কালে। একটা সময় বন্দেমাতরম ইংরেজদের বিরুদ্ধে লড়াইয়ে ব্যবহৃত হতো। যা এখন যুবকদের মধ্যে দেশ ভক্তির সঞ্চার করে। তেমনি, অযোধ্যার জয় শ্রীরাম ধ্বনির সঙ্গে এখানকার পার্থক্য আছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন যে, জয় শ্রীরাম বাংলায় তোষণের বিরুদ্ধে মানুষের আক্রোশের প্রকাশ। যা এখন বাঙালি জনতার স্লোগান। মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন, সেখানেই তাঁকে শুনতে হবে এই স্লোগান। তিনি জানালেন, এতে তাঁর খারাপ লাগা উচিত নয়। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানালেন যে, পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতিকে চরম সীমায় পৌঁছে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি জানালেন, এই রাজ্যে দুর্গা পুজো করার জন্য আদালতের দ্বারস্থ হতে হয়। এই রাজ্যে সরস্বতী পুজোর আয়োজন করতে গিয়ে খুন হতে হয় শিক্ষককে। দোষীদের গ্রেপ্তার করা হয়নি। তিনি প্রশ্ন করেছেন যে, এটা কি ধরনের বাংলা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি জানালেন, তাঁরা স্লোগান দেন না। স্লোগান উঠে আসে জনতার মুখে মুখে। তিনি আক্ষেপ করেছেন, পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে। প্রশাসনের সম্পূর্ণ রাজনীতিকরণ হয়ে গেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বাম- কংগ্রেস- আব্বাস সিদ্দিকীর জোট নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তার উত্তরে তিনি জানালেন যে, ভোটভাগের রাজনীতি একসময় হয়তো হতো। তিনি জানালেন, বিজেপির ভোট অক্ষুণ্ন থাকবে। যদি ভোট ভাগ হয় তবে তা হবে বিজেপি বিরোধী ভোটের হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন যে, তিনি মনে করেন দেশে বামপন্থী আন্দোলনের দিন সমাপ্ত হয়ে গেছে।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!