এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জয়ের পরেই বড় নির্দেশ মমতার, এই বড় পদক্ষেপ নিলেন উদয়ন! জেনে নিন!

জয়ের পরেই বড় নির্দেশ মমতার, এই বড় পদক্ষেপ নিলেন উদয়ন! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- 2021 এর বিধানসভা নির্বাচনে বিজেপির নিশীথ প্রামাণিকের কাছে মাত্র 57 ভোটে পরাজিত হয়েছিলেন তৃণমূলের উদয়ন গুহ। পরবর্তীতে উপনির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকেই 57 ভোটে পরাজিত হওয়ার হিসাব 57 হাজার ভোট দিয়ে নিতে হবে বলে দাবি করতে দেখা গিয়েছিল তাকে। স্বাভাবিকভাবেই দিনহাটা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিকে তাকিয়েছিলেন সকলে। কিন্তু ফলাফল ঘোষণার পর রীতিমতো সকল মার্জিনকে ছাপিয়ে গিয়েছেন উদয়ন গুহ। প্রায় 1 লক্ষ 63 হাজার 7 ভোটে জয়লাভ করেছেন তিনি। স্বভাবতই ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে তৃণমূলের অন্দরমহলে। আর জয় পাওয়ার পরের দিনেই রীতিমতো কোচবিহারের মদনমোহন মন্দিরে পৌঁছে গেলেন সস্ত্রীক উদয়ন গুহ।

 

জানা গিয়েছে, এদিন মদনমোহন মন্দিরে পৌঁছে যান উদয়ন গুহ। যেখানে তার সঙ্গে ছিলেন তার পরিবারের সদস্যরা। পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায়। আর সেখানেই উদয়নবাবু জানান যে, জয়লাভ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছে এবং সেখানে দলনেত্রী তাকে নির্দেশ দিয়েছেন, তিনি যেন দিনহাটা এবং কোচবিহারের মানুষের কল্যাণের জন্য মদনমোহন মন্দির পূজা দেন। আর সেই কারণেই নেত্রীর নির্দেশ মত আর বিন্দুমাত্র দেরি না করে সরাসরি মন্দিরে পুজো দিতে উপস্থিত হয়েছেন তিনি। সব মিলিয়ে জয়লাভ করার সাথে সাথেই মদনমোহন মন্দিরে পুজো দিতে উপস্থিত হলেন দিনহাটার বিজয়ী তৃণমূল প্রার্থী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!