এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে। তা আমি কী করতে পারি? দাবি অভিষেকের

জেপি নাড্ডা ডায়মন্ড হারবারে গিয়ে গাড্ডায় পড়েছে। তা আমি কী করতে পারি? দাবি অভিষেকের


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে রাজ্যের দুই প্রধান রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব ছিলই। কিন্তু সেই দ্বন্দ্ব ক্রমশ বাড়তেই থাকছিল বিগত কয়েকদিনের ঘটনাধারায়। প্রথমত সপ্তাহের শুরুতেই উত্তরবঙ্গের বিজেপি সমর্থকের ওপর গুলি চালানোর ঘটনায় শুরু হয় রাজ্য রাজনীতিতে ব্যাপক চাপানউতোর। আর সেই চাপানউতোরই পৌঁছে যায় তুঙ্গে যখন বৃহস্পতিবার সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলা হয়। যথারীতি এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি তৃণমূলের পাশাপাশি কেন্দ্র-রাজ্য চাপানউতোর শুরু হয়েছে ব্যাপকভাবে।

গেরুয়া শিবির এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগের আঙ্গুল তুলেছে তৃণমূলের দিকে। ইতিমধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা অভিযোগ করেছেন রাজ্যে গুন্ডারাজ চলছে বলে। কিন্তু জেপি নাড্ডার অভিযোগের পরিপ্রেক্ষিতে এদিন আরামবাগের তৃণমূলের দলীয় সভা থেকে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সোজাসুজি জেপি নাড্ডাকে অভিহিত করে বললেন, তিনি ডায়মন্ড হারবারে গিয়ে মানুষের ক্ষোভের মুখে পড়েছেন। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার অস্বীকার করেছেন মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের দায়িত্ব নিতে। উল্লেখ্য, ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ হলের তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত, বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের সুলতানপুরে সাংগঠনিক সভায় যোগ দিতে যাচ্ছিলেন কেন্দ্রীয় বিজেপি সভাপতি জেপি নাড্ডা সহ রাজ্য বিজেপির বিভিন্ন নেতা। অভিযোগ উঠেছে, নাড্ডার কনভয় শিরাকোল মোড় পর্যন্ত যেতে না যেতেই কনভয়ের ওপর চড়াও হয় তৃণমূল কর্মী, সমর্থকরা। নাড্ডার গাড়িসহ অন্যান্যদের গাড়ি লক্ষ্য করে শুরু হয় ব্যাপকভাবে ইঁট বৃষ্টি রাস্তার দুধার থেকে। আর এই হামলাকেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশের নাম দিয়েছেন। অবশ্য কি কারণে এই ক্ষোভের বহিঃপ্রকাশ তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, লকডাউনের সময় গেরুয়া শিবিরের নেতারা মানুষের কোন খোঁজখবর নেয়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি জিএসটি, নোটবন্দি সহ বিভিন্ন কর্মসূচি নিয়ে মানুষের জীবন ব্যতিব্যস্ত করে তুলেছে। কোনরকম খোঁজখবর নেননি বিজেপি নেতারা। কিন্তু লকডাউন এর সময় যদি কেউ মানুষের পাশে এসে দাঁড়ান তাহলে তিনি হলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একথা বলেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আরও বলেন, মানুষ চিনে নিতে পারে তাঁর আসল বন্ধু কে। এর পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিপিএম, বিজেপি, কংগ্রেসকে এক সারিতে ফেলে তাঁদের সম্পর্কে যে বিশেষ কিছু বলার নেই তা উল্লেখ করেন।

অন্যদিকে জেপি নাড্ডার কনভয়ে হামলা নিয়ে ইতিমধ্যেই শাসক-বিরোধী 2 শিবিরের আক্রমণ প্রতিআক্রমণ শুরু হয়ে গিয়েছে। সংঘাত যে চরম আকার ধারণ করেছে সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। বিজেপি নেতা নেত্রীরা অভিযোগ করছেন রাজ্যের আইন শৃঙ্খলা ভেঙে পড়া নিয়ে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে সমস্ত দায় চাপিয়ে দিয়েছেন মানুষের ওপর, তা নিয়েও কিন্তু প্রবল জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। আপাতত এই ঘটনার রেশ যে আরও বহুদূর গড়াবে সে ব্যাপারে কোন সন্দেহ নেই কারোর।

আপনার মতামত জানান -

 

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!