এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ

জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনায় পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – জেপি নড্ডার কনভয়ে হামলার ঘটনা নিয়ে রাজ্য রাজনীতিতে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছিল। সেই এই ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই মুখ খুলতে শোনা গেছে একাধিক বিজেপি নেতা মন্ত্রীদের। সেখানে সম্প্রতি এই ঘটনায় নিজের ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে বিজেপি নেত্রী ভারতী ঘোষকে। আর সেখানে রাজ্যের পুলিশ প্রশাসনকেই দায়ী করেছেন তিনি।

পুলিশ ঠিক মতো দায়িত্ব পালন করেনি বলেই বিজেপি সভাপতিকে এমন ঘটনার সাক্ষী থাকতে হয়েছে বলেই দাবি করেছেন ভারতী ঘোষ। সেইসঙ্গে তাঁর অভিযোগ, পুলিশ আধিকারিকরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈলমর্দন করতে ব্যস্ত। তাই এমন ঘটনা ঘটেছে বলেই মনে করছেন তিনি। সেইসঙ্গে “অবিলম্বে এঁদের সেন্ট্রাল ডেপুটেশনে যাওয়া উচিত। পশ্চিমবঙ্গে লুকিয়ে থাকা এঁদের কাজ নয়” বলেই তৃণমূলকে কটাক্ষ করতে দেখা গেছে তাঁকে।

প্রসঙ্গত উল্লেখ্য, রবিবার হাওড়ার আমতায় একটি অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় ভারতী ঘোষকে। আর সেখানেই রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এদিন তিনি বলেন, ‘‘এই ঘটনা পুলিশের উর্দির লজ্জা। পুলিশের উচিত ছিল উপযুক্ত আইন প্রয়োগ করে আশেপাশে থাকা সমস্ত মানুষকে ওই এলাকা থেকে হটিয়ে দেওয়া।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু ভারতী ঘোষের অভিযোগ, তাঁরা তা করেননি। তাই তাঁদের তলব করে, কেন্দ্রীয় সরকার একদম সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে বলেই জানিয়েছেন তিনি। এদিন তিনি আরো দাবি করেন যে, রাজ্যের তিন জন আইপিএস অফিসার জেপি নড্ডার কনভয় পাস করার দায়িত্বে থাকলেও তাঁরা কোনও কাজ করেননি।

তাঁর কথায়, অফিসারদের উচিত ছিল আগে থেকে লাঠিসোটা, পাথর এবং ভিড় সরিয়ে দেওয়া। সেইসঙ্গে অনেক পুলিশ অফিসার ডিউটিতে থাকলেও তৃণমূল কর্মীদের রাস্তা থেকে সরাননি বলেই অভিযোগ করেছেন তিনি। বস্তুত, সাম্প্রতিককালে ডায়মন্ড হারবারের ঘটনা খবরের শিরোনামে উঠে এসেছে। সেখানে এই ঘটনার নিন্দা করে সরব হতে দেখা গেছে বিজেপিকে।

সেইসঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় তাঁদের প্রতিবাদ মিছিল করতেও দেখা গিয়েছিল। অন্যদিকে এই ঘটনার সম্পর্কে জানতে কেন্দ্র থেকে রাজ্যের রিপোর্ট চেয়ে দিল্লিতে তলব করা হয় বলেও জানা যায়। যদিও সেখানে রাজ্যের তরফে চিঠি দিয়ে এই ঘটনার সপক্ষে জানিয়ে এই তলব থেকে তাঁদের নিষ্কৃতি কামনা করা হয়েছিল বলেও জানা গিয়েছিল। কিন্তু তারই মধ্যে বিজেপি নেতা নেত্রীদের একের পর এক এই মন্তব্যে উক্ত ঘটনাটি নিয়ে জলঘোলা হতে এখনো আরো বাকি আছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!