এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত হুঁশিয়ারি বিজেপি কার্যকরী সভাপতি জেপি নাড্ডার

মমতা বন্দ্যোপাধ্যায়কে চূড়ান্ত হুঁশিয়ারি বিজেপি কার্যকরী সভাপতি জেপি নাড্ডার


কিছুদিন আগেই দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সঙ্গে দেখা করে এসেছেন প্রবল বিজেপি বিরোধী নেত্রী হিসেবে পরিচিত বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাকে বিজেপি-তৃণমূলের আন্ডারস্ট্যান্ডিংয়ের রাজনীতি বলেই দাবি করেছিল কংগ্রেস এবং সিপিএম। কিন্তু কোনোরূপ আন্ডারস্ট্যান্ডিং যে তাদের মধ্যে হয়নি, তা প্রমাণ হয়ে গেল রাজ্যে বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি জেপি নাড্ডার আগমনকে কেন্দ্র করেই।

সূত্রের খবর, শুক্রবার সল্টলেকের এক প্রেক্ষাগৃহে “কাশ্মীর থেকে 370 ধারা বাতিল” এক শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় কটাক্ষ করেন জেপি নাড্ডা। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে প্রশ্ন করে তিনি বলেন, “আপনি কি ধরনের রাজনীতি করছেন! দেশের স্বার্থ বাদ দিয়ে স্রেফ ক্ষমতায় টিকে থাকার জন্য রাজনীতি করছেন!”

অমিত শাহ সর্বভারতীয় সভাপতির পদ থেকে সরে গেলেই যিনি ব্যেপে সর্বভারতীয় সভাপতি পদে বসবেন বলে জল্পনা, সেই জেপি নাড্ডা এদিন কলকাতার বুকে দাঁড়িয়েই হুঙ্কার ছাড়েন, “আরে দেশ থাকলে তো রাজনীতি করবেন। যদিও এমনিতেই আপনি চলে যেতে বসেছেন। আমি স্পষ্ট দেওয়াল লিখন পড়তে পারছি। সংযম রাখুন। নাহলে বিনাশ নিশ্চিত।” আর এরপরই বিজেপির সর্বভারতীয় কার্যকরী সভাপতি বলেন, “তুম জানে ওয়ালে হো, হাম আনে ওয়ালে হ্যায়।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, কলকাতায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া আক্রমণ করে “2021 এ বিজেপি এই রাজ্যে ক্ষমতায় আসছে” তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করলেন জেপি নাড্ডা। তবে সর্বভারতীয় বিজেপির এই নেতার কথাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। জেপি নাদ্দার বক্তব্যকে তুলোধোনা করতে নেমে পড়ল তৃণমূলের শীর্ষ নেতৃত্ত্ব। আর এই ব্যাপারে কাঁধে দায়িত্ব তুলে নিলেন দলের মহাসচিব।

এদিন এই প্রসঙ্গে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বলেন, “নাড্ডা দেওয়াল লিখন পড়তে পারছেন না। 2021 এ মমতা বন্দ্যোপাধ্যায় আরও বেশি আসনে ক্ষমতায় ফিরবেন।” তবে কারা বেশি আসন নিয়ে 2021 এ সরকারে আসে, তার দিকে নজর থাকবে সকলেরই। তবে যেভাবে রাজ্যে এসে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপির কার্যকরী সর্বভারতীয় সভাপতি, তাতে রাজনীতির উত্তাপ ক্রমশই বাড়তে শুরু করেছে। এদিন কাশ্মীরের 370 ধারা বিলোপ বিলের বিরোধিতা করা নিয়েও তৃণমূলকে আক্রমণ করেন জেপি নাড্ডা।

তিনি বলেন, ” এই 370 ধারা বিলোপ হল, কিন্তু আমি জানতে চাই সংসদে তৃণমূল কেন এর বিরোধিতা করল! দেশের থেকে কি তাদের কাছে কুর্সি বড়! এভাবে কি রাজনীতি হয়! গত 70 বছর ধরে কাশ্মীরবাসী অখুশি ছিলেন। কারণ কয়েকটি পরিবার নিজেদের কায়েমী স্বার্থে এই সাংবিধানিক ধারাকে জিইয়ে রেখেছিল। তবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অধরা স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ।” সব মিলিয়ে বাংলায় পা রেখে তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!