এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > যুব বাম কর্মীর মৃত্যুতে হেভিওয়েট বিজেপি নেতার কড়া প্রতিক্রিয়া

যুব বাম কর্মীর মৃত্যুতে হেভিওয়েট বিজেপি নেতার কড়া প্রতিক্রিয়া


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতি বার বামের ছাত্র ও যুব সংগঠন নবান্ন অভিযানের পরিকল্পনা নেয়। শিক্ষা, চাকরি সহ একাধিক দাবিতে নবান্ন অভিযান কর্মসূচি গ্রহণ করেছিলেন তাঁরা। নবান্ন অভিযানের সময়ে পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছিলেন বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা মইনুল ইসলাম মিদ্যা। ভর্তি করা হয়েছিল তাঁকে ক্যামাক স্ট্রীট এর এক নার্সিংহোমে। আজ তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে পুলিশকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখালেন যুব বাম কর্মীরা। এই ঘটনার বিরুদ্ধে পুলিশ ও রাজ্য সরকারকে অভিযুক্ত করলেন বর্ষীয়ান বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

নবান্ন অভিযানের দিনে পুলিশের লাঠির আঘাতে প্রচন্ডভাবে আহত হয়ে পড়েছিলেন মইদুল ইসলাম মিদ্যা। সেদিন তাঁর প্রস্রাবের সঙ্গে রক্ত পড়েছিল। কিডনিতে আঘাত লেগেছিল তাঁর। কিছুদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। আজ তাঁর মৃত্যু ঘটেছে। তাঁর মৃত্যু প্রসঙ্গে বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার জানান যে, বাম যুবনেতার যে মৃত্যু ঘটেছে, এর চেয়ে মর্মান্তিক আর কি হতে পারে? চাকরির দাবিতে আন্দোলন করেছিলেন এই যুবক। তিনি জানালেন শাসকদল, পুলিশ কখনোই কাউকে মারতে পারেনা। আন্দোলনের অধিকার সকলের রয়েছে। তিনি জানালেন, যে যুবকের মৃত্যু হয়েছে তিনি তো বাংলারই ছেলে।

রাজ্য পুলিশের সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারকেও একহাত নিলেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি জানালেন পুলিশের মধ্যে দিনে দিনে তৈরি হচ্ছে অসন্তোষ। পুলিশ আধিকারিকরা বলছেন যে, আইনে মেনে তাদেরকে কাজ করতে দিতে। তাদের দলের কাজে ব্যবহার না করতে। প্রসঙ্গত, রাজ্য পুলিশের কাজকর্ম ও রাজ্য পুলিশের নিরপেক্ষতা নিয়ে ইতিপূর্বে একাধিকবার নানা অভিযোগ উঠেছে বিরোধী পক্ষ থেকে। সরস্বতী পূজার পরেই পুলিশের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে চলেছে বাম শিবির।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!