এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যুব দিবসের মিছিলেও বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের

যুব দিবসের মিছিলেও বিজেপিকে তীব্র কটাক্ষ অভিষেকের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   আজ স্বামী বিবেকানন্দের ১৫৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁকে শ্রদ্ধা জ্ঞাপন করে চলল যুব তৃণমূলের মিছিল। আজ দক্ষিণ গোলপার্ক থেকে মিছিল শুরু হলো গড়িয়াহাট, ট্র্যাঙ্গুলার পার্ক, রাসবিহারী হয়ে এই মিছিল শেষ হলো হাজরা মোড়ে এসে। এই মিছিলে নেতৃত্ব দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকালে সিমলা স্ট্রিটে স্বামীজীর বাসভবনে গিয়ে স্বামীজিকে শ্রদ্ধা জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মিছিল শেষে বক্তব্য রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তীব্র কটাক্ষ করলেন বিজেপিকে।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, ২৪ ঘণ্টার মধ্যে স্বতঃস্ফূর্ত মিছিল করার চ্যালেঞ্জ নিয়েছিলেন। পরশু রাতে দলের পক্ষ থেকে মিছিলের নির্দেশ দেয়া হয়েছিল। তিনি জানালেন, ধর্মের ভিত্তিতে বিভাজন কখনোই বাংলা মেনে নেবে না। তিনি জানালেন, গুজরাটে যদি ৩ হাজার কোটি টাকা খরচ করে মূর্তি বসানো যেতে পারে সর্দার বল্লভ ভাই প্যাটেলের। তবে বাংলায় কেন ৩ হাজার কোটি টাকা খরচ করে স্বামীজি, নেতাজির মূর্তি বসানো হবে না?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতৃত্বের প্রতি কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন যে, বিজেপি নেতারা বলছেন নাগরিকত্ব বিল করা হবে। তিন-চারজন লোককে নাগরিকত্ব দেবে। তিনি জানালেন, বিজেপি নেতাদের অধিকার নেই স্বামীজীর ছবি নিয়ে একথা বলার। কারণ, স্বামীজি কখনোই বলেন নি তিন-চার জন লোককে নাগরিকত্ব দিতে। স্বামীজি যা বলেছিলেন তা সকলকে পালন করতে হবে।

অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করে জানান, কেন্দ্রীয় সরকার বিদ্বেষমূলক পরিবেশ তৈরি করছে। তিনি জানালেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্রাম্পকে এদেশে এনেছিলেন। ট্রাম্প স্বামী বিবেকানন্দের নাম পর্যন্ত বলতে পারেননি। কিন্তু তাঁর পাশে বসেই হাততালি দিয়েছেন প্রধানমন্ত্রী। কোন বিজেপি নেতাই এর প্রতিবাদ করেননি। পশ্চিমবঙ্গে বিজেপির নেতারা প্রধানমন্ত্রীর জয়জয়াকার করেছেন। তিনি জানালেন যে, ট্রাম্পের বিসর্জন হয়ে গেছে, তবে কয়েকটা আগাছা এখনো পড়ে আছে।

সরাসরি নাম না নিয়েও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন যে, যিনি বলে থাকেন বাংলার উন্নয়নে বাঙালির অবদান নেই, তাকে ক্ষমা করবে না বাংলার মানুষ। এখন কেন্দ্র ঠিক করে দিচ্ছে, কে কোন পথে হাঁটবেন? কে কি খাবেন? বিজেপি নেতা মুখে স্বামীজীর কথা বলছেন, কিন্তু কাজে তিনি অন্য। মুখে বলবেন জয় শ্রীরাম, আর কাজে নাথুরাম, বলে কটাক্ষ করলেন তিনি।

অন্যদিকে আজ সংবাদমাধ্যমের সামনে শোভন চট্টোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করলেন তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। তিনি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি তাঁকে কাউন্সিলের না করতেন, তবে, কোথায় থাকতেন তিনি? তিনি শুধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকবেন বলে মন্ত্রিত্ব ছেড়ে দিয়েছেন। এর পেছনে কোন আত্মত্যাগ নেই বলেই জানালেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!