এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > যুব সমাজকে কি সঠিক দিশা দেখাতে পারছে না মমতা সরকার? জল্পনা তীব্র রাজ্যপালের টুইটে

যুব সমাজকে কি সঠিক দিশা দেখাতে পারছে না মমতা সরকার? জল্পনা তীব্র রাজ্যপালের টুইটে


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যের একাধিক বিষয় নিয়ে বারবার নানা সমালোচনা করেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের শিল্প নিয়ে, বিনিয়োগ নিয়ে বারবার নানা অভিযোগ করেছেন তিনি। আজ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে সরাসরি অভিযোগ না করেও রাজ্যকে বিশেষ উপদেশ দিলেন রাজ্যপাল। যাকে দেখে অনেকেই মনে করছেন সরাসরি না বলেও রাজ্যপাল বোঝাতে চেয়েছেন যে, রাজ্যের যুবকদের সঠিক দিশা দেখাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে এক টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকর জানিয়েছেন যে, স্বামী বিবেকানন্দের জন্মদিনে জাতীয় যুব দিবসে যুব ও ক্রীড়া মন্ত্রকের কাছে তরুণদের জন্য সুযোগ কামনা করছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজে লাগান যুবসমাজের সম্ভাবনা ও তাদের প্রতিভাকে। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন যুক্ত করে রাজ্যপাল লিখেছেন, চিত্ত যেথা ভয় শূণ্য। মন ভয় হীন ও মাথা উঁচু করে পারিপার্শ্বিক থেকে আশীর্বাদ গ্রহণ করতে বলেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই টুইটকে কেন্দ্র করে অনেকে বলছেন, এর দ্বারা একদিকে যেমন একদিকে যেমন তিনি জাতীয় যুব দিবসের দিনে রাজ্যের যুবকদের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। অন্যদিকে প্রকারান্তরে অভিযোগ করেছেন রাজ্যের যুবকদের সঠিক দিশা দেখাতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

অন্যদিকে, আজ স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে তাকে শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখেছেন, মহান স্বামী বিবেকানন্দকে তার জন্ম জয়ন্তীতে শ্রদ্ধা জানাচ্ছেন তিনি। জাতি গঠনের জন্য নিবেদিত ছিল তার জীবন। তরুণদের তিনি দেশ গঠনের কাজে অনুপ্রাণিত করেছেন। জাতির জন্য যে স্বপ্ন দেখিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। সেই স্বপ্ন পূরণ করতে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!