এখন পড়ছেন
হোম > জাতীয় > “যুব সমাজকে নেতাজির আদর্শের পাঠ দেওয়া প্রয়োজন’।” রাজ্যসভায় নেতাজি স্মরণ প্রধানমন্ত্রীর

“যুব সমাজকে নেতাজির আদর্শের পাঠ দেওয়া প্রয়োজন’।” রাজ্যসভায় নেতাজি স্মরণ প্রধানমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ রাজ্যসভায় বক্তব্য রাখার সময় নেতাজির প্রসঙ্গ উত্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানালেন যে, যুব সমাজকে নেতাজির আদর্শের পাঠ দেবার প্রয়োজন আছে। দেশের দুর্ভাগ্য যে, নেতাজির আদর্শকে দেশ ভুলে গিয়েছে। কিন্তু ভারতে গণতন্ত্রের পথ দেখিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকারের পরিচালনায় গত ২৩ সে জানুয়ারি কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে। যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবার, নেতাজির ১২৫ তম জন্ম জয়ন্তী পালনের উদ্দেশ্যে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করেছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরে দেশের নানা স্থানে নেতাজী স্মরণে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আজ রাজ্যসভাতেও বক্তব্য দান কালে নেতাজিকে স্মরণ করতে দেখা গেল প্রধানমন্ত্রীকে। যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই বিশ্লেষকদের দাবি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ রাজ্যসভায় বক্তব্য রাখার কালে গণতন্ত্রের প্রসঙ্গ উত্থাপন করতে গিয়ে নেতাজির প্রসঙ্গের দিকে দৃষ্টিপাত করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানান যে, কংগ্রেস নিরাশ করেছে এই দেশকে। তিনি জানান, ভারতের গণতন্ত্রের দিকে যারা আঙ্গুল তুলে থাকেন, তাদেরকে তিনি বলতে চান যে, দেশের ইতিহাসে গণতন্ত্রের উল্লেখ পাওয়া যায়। ভারত সত্য, শিব, সুন্দরের আদর্শ মেনে চলে। ভারতে গণতন্ত্রের পথ দেখিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।

প্রধানমন্ত্রী আক্ষেপ করে জানালেন যে, এটা সকলের দুর্ভাগ্য যে, নেতাজির আদর্শকে ভুলে গিয়েছে দেশবাসী। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শেখাতে পারিনি, যে ভারত হলো লোকতন্ত্রের জননী। কিন্তু একথা গর্বের সঙ্গে বলতে হবে, একথা শেখাতে হবে। প্রধানমন্ত্রী জানালেন যে, ভারতে গণতন্ত্রের পথ দেখিয়েছিলেন নেতাজি। যুবসমাজকে নেতাজির আদর্শের পাঠ দেওয়ার প্রয়োজন আছে বলে জানালেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী জানালেন যে, বিরোধীরা গণতন্ত্র নিয়ে সংসদে অনেক কথা বলেছেন। তিনি মনে করছেন বিরোধীরা যেন বাংলার কথা বলেছেন। গণতন্ত্র নিয়ে বিরোধীরা যা বলেছেন, তাতে মানুষের বিশ্বাস নেই বলে জানালেন প্রধানমন্ত্রী। বিরোধীদের প্রতি প্রধানমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, বিরোধিতার জন্য অনেক ইস্যু রয়েছে, কিন্তু মানবজাতির ইতিহাসে ভারতের যোগদান হল এক গৌরবময় অধ্যায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!