এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > যুব কমিটি ভাঙার আড়ালে আসলে কি আরও প্রবলভাবে সামনে এল মুকুল-দিলীপ দ্বন্দ্ব? জল্পনা বিজেপিতেই

যুব কমিটি ভাঙার আড়ালে আসলে কি আরও প্রবলভাবে সামনে এল মুকুল-দিলীপ দ্বন্দ্ব? জল্পনা বিজেপিতেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। বিজেপি চাইছো ঐক্যবদ্ধভাবে লড়াই করতে। কিন্তু তার আগে আবার বিজেপির যুব কমিটি বাদ দেওয়ায় দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁয়ের ঘোষণা করা সমস্ত জেলা কমিটি ভেঙে দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার দুপুরে এই মর্মে একটি লিখিত নির্দেশ জারি করা হয়েছে।

আর তারপর থেকেই সৌমিত্র খাঁ মুকুল রায়ের অনুগামী হওয়ায় দিলীপ ঘোষ এই ধরনের পদক্ষেপ গ্রহণ করলেন বলে মনে করছেন একাংশ। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় 2021 এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল আবার কাছে চলে এল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কিন্তু এভাবে যদি চলতে থাকে, তাহলে কিভাবে আগামী দিনে বিজেপি ঐক্যবদ্ধভাবে লড়াই করবে, তা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, মোট 38 টি কমিটির মধ্যে বৃহস্পতিবার পর্যন্ত 36 টি কমিটি ঘোষণা করেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ। যেখানে মোটে বাকি দুটি জেলার কমিটি ঘোষণা করা বাকি ছিল। কিন্তু সৌমিত্র খাঁ এই কমিটি ঘোষণার আগেই দিলীপ ঘোষ তার ঘোষণা করা সমস্ত জেলার কমিটি ভেঙে দিলেন। অনেকে বলছেন, সম্প্রতি মুকুল রায় বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন। এক সময় এই মুকুল রায়ের হাত ধরেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন সৌমিত্র খাঁ।

তারপর কিছুদিন আগে তিনি বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব পেয়েছিলেন। কিন্তু মুকুল রায়ের অনুগামী হিসেবে পরিচিত সৌমিত্র খাঁকে বেশি গুরুত্ব দিচ্ছেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলে নানা সময় বিজেপির অন্দরমহলে অভিযোগ উঠতে শুরু করেছিল। আর এবার সৌমিত্র খাঁয়ের ঘোষণা করা কমিটি কার্যত বাতিল করে দিয়ে দিলীপ ঘোষ সৌমিত্রবাবু্র সঙ্গে সংঘাতকে আরও উস্কে দিলেন বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কেন এই কমিটি ঘোষণা করেও তা বাতিল করে দেওয়া হল? জানা গেছে, রাজ্যের বিভিন্ন জেলার সভাপতিরা বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কাছে অভিযোগ করেছেন যে, তাদের সঙ্গে আলোচনা না করেই সৌমিত্র খাঁ একতরফাভাবে কমিটি ঘোষণা করে দিয়েছেন। স্বাভাবিকভাবেই এই রকম অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি কাছে আসতে শুরু করে তিনি এই সমস্ত কমিটি বাতিল করে দিয়েছেন বলে দাবি একাংশের। তবে পুজোর পর আবার নতুন করে এই কমিটি তৈরি করা হবে বলে খবর।

কিন্তু যে যাই বলুক না কেন, দিলীপ ঘোষের এই পদক্ষেপের মধ্যে দিয়ে সৌমিত্র খাঁ যে কিছুটা হলেও অপমানিত হলেন, তা বলার অপেক্ষা রাখে না। আর দিলীপ ঘোষ এই পদক্ষেপ গ্রহণ করে মুকুল রায়ের সঙ্গে তার বনিবনা যে হয়নি, তা আরও একবার প্রমাণ করে দিলেন বলে দাবি সমালোচক মহলের। সব মিলিয়ে এই ঘটনায় বিজেপির অন্দরে গোষ্ঠী কোন্দল ক্রমাগত বৃদ্ধি করতে শুরু করল। তবে গোটা পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!