এখন পড়ছেন
হোম > রাজ্য > যুবশক্তিতে ভর করে তৃণমূল বাহিনীর ঘুম ওড়াতে মহা পরিকল্পনা বিজেপির? আরও চাপ বাড়ল মমতার?

যুবশক্তিতে ভর করে তৃণমূল বাহিনীর ঘুম ওড়াতে মহা পরিকল্পনা বিজেপির? আরও চাপ বাড়ল মমতার?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর মত হেভিওয়েট যুবনেতাকে নিজেদের দলে টেনে ঘাসফুল শিবিরে ভাঙ্গন ধরিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এবার সেই যুব শক্তির ওপর ভর করেই বুথে বুথে সংগঠন গড়ে তোলার পরিকল্পনা করল গেরুয়া শিবির। সূত্রের খবর, ইতিমধ্যেই শিলিগুড়ি মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের 82 শতাংশ বুথে যুব বাহিনী গড়ে তোলা হয়েছে।

মূলত সোশ্যাল মিডিয়ায় ছবি ছাড়া থেকে শুরু করে রাজনৈতিক কর্মসূচির ব্যাপারে কিভাবে পথ চলতে হবে এবং বুথে কিভাবে কাজ করতে হবে, তার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। একাংশ বলছেন, সংগঠন এমনিতেই গত লোকসভা নির্বাচনের সময় থেকে উত্তরবঙ্গে দুর্বল হয়ে পড়েছে। তার মধ্যে যুব বাহিনীকে দিয়ে টিম তৈরি করে প্রতিটি বুথে সংগঠনকে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।

জানা গেছে, এই প্রশিক্ষণ শিবির হচ্ছে মন্ডল ভিত্তিক। ইতিমধ্যেই 20 টি মণ্ডলে 40 টি প্রশিক্ষণ শিবির হয়েছে। যার মধ্যে রয়েছে পাড়া বৈঠক, পথসভা, মিছিল, দলীয় কর্মসূচি ইত্যাদি। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় প্রচার করা এবং মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাওয়ার মত বিষয় রয়েছে। এদিন এই প্রসঙ্গে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি প্রবীণ আগরওয়াল বলেন, “বুথ স্বশক্তিকরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে যুবকদের নিয়ে বসে বসে টিম তৈরি করা হচ্ছে। এখানে সিংহভাগ বুথে সেই টিম গঠন হয়ে গিয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, ছাত্র এবং যুবদের সংগঠন যে দলে যত বেশি শক্তিশালী, সেই দল তত বেশি সমৃদ্ধ হয়। এক্ষেত্রে গত লোকসভা নির্বাচনে যখন উত্তরবঙ্গে বিজেপি বিজেপি প্রভাব ফেলতে শুরু করেছিল এবং একটি আসন বাদে সব তারা দখল করে, তখন থেকেই চাপে পড়ে যায় শাসকদল। তারপর তৃণমূলের পক্ষ থেকে পাল্টা প্রচার করে হাওয়া নিজেদের দিকে আনবার চেষ্টা হয়েছিল। কিন্তু এবার প্রতিটি বুথে 10 জন করে যুব টিম গঠন করে বিজেপি বুথের সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নিল।

বিশেষজ্ঞরা বলছেন, যুবকদের দিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার সহ নানা গুরুত্বপূর্ণ কাজ করানো হয়। এক্ষেত্রে সেই যুব বাহিনী শক্তিশালী হলে বিজেপির পক্ষে নিজেদের সংগঠনকে শক্তিশালী করা অনেকটাই সহজ হয়ে দাঁড়াবে। আর তাই গত লোকসভা নির্বাচনের মত আগামী বিধানসভাতেও শিলিগুড়িতে ভালো ফল করতে বিজেপি এখন থেকেই নতুন টিম তৈরি করার কাজ শুরু করে দিল। আর বিজেপির এই নতুন যুব টিম আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসকে অনেকটাই চাপে রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!