এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > যুবরাজের স্ত্রীও তো বহিরাগত, শুধু বিজেপির দিকে আঙুল কেন? ঝড় তুলে দিলেন হেভিওয়েট বিজেপি সাংসদ

যুবরাজের স্ত্রীও তো বহিরাগত, শুধু বিজেপির দিকে আঙুল কেন? ঝড় তুলে দিলেন হেভিওয়েট বিজেপি সাংসদ


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনে রাজ্যের মসনদ দখলে বিশেষভাবে সচেষ্ট হয়ে উঠেছে বিজেপি শিবিরে। একারণেই বিজেপির কেন্দ্রীয় নেতারা বারবার আসছেন রাজ্যে। সম্প্রতি রাজ্যকে মোট পাঁচটি জোনে ভাগ করে দিয়ে ৫ জন কেন্দ্রীয় বিজেপি নেতাকে এই ৫ টি জোনের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকেই রাজ্য বিজেপিকে বারবার ‘বহিরাগত’ বলে কটাক্ষ করতে শুরু করেছে তৃণমূল। এবার বিজেপিকে নিয়ে করা বহিরাগত কটাক্ষের মোক্ষম জবাব দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

গতকাল সোমবার তাহেরপুরে দলের সাংগঠনিক কর্মীসভা থেকে সরাসরি প্রশ্ন তুললেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। তিনি প্রশ্ন তুলেছেন যে, কৈলাস বিজয়বর্গীয়, সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যদি বহিরাগত বলা হয়। তবে, পিকে, শাহরুখ খানকে কেন বহিরাগত বলা হবে না? এর সঙ্গেই তিনি জানালেন যে, বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীও বহিরাগত। তাহলে শুধু বিজেপির দিকেই কেন বারবার আঙ্গুল তোলা হবে? এভাবে বহিরাগত ইস্যুতে ঝড় তুলে দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার।

গতকালের এই কর্মীসভা থেকে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার অভিযোগ করেছেন যে, রাজনীতিকে তৃণমূল কংগ্রেস একেবারে নিম্ন পর্যায়ে নিয়ে গেছে। দেশের নাগরিকদের মধ্যে বিভাজন এর রাজনীতি করছে রাজ্যের শাসক দল তৃণমূল। তিনি অভিযোগ করেছেন যে, রাজ্যের মধ্যে বিভাজন, আঞ্চলিকতা, জাতপাত, সাম্প্রদায়িকতা, সংখ্যালঘুদের তুষ্টিকরণ ইত্যাদি নিম্নরুচির রাজনীতি রাজ্যে আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। সাংসদ জানালেন যে, দেশবাসীর প্রথম ও শেষ পরিচয় হলো আমরা ভারতবাসী। তিনি প্রশ্ন করেছেন, রাজ্যে প্রাদেশিকতা কিংবা বিভাজনকে টেনে এনে কি বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী?

রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এই কর্মীসভা থেকে আরো জানালেন যে, সম্প্রতি বিরোধীদের মোকাবিলা করতে শাসক দল তৃণমূলের তেমন কোন কিছুই নেই, এর ফলে যা মনে হচ্ছে, তাই রাজ্যের মানুষকে বোঝানোর চেষ্টা করছে তৃণমূল। তবে তিনি জানিয়েছেন যে, এটা ভুলে গেলে চলবে না যে, বাংলার মানুষ কখনই এত বোকা নন। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চলবেন না রাজ্যের মানুষ। তিনি দাবি করেছেন যে, মুখ্যমন্ত্রীর নিম্ন মানসিকতার রাজনীতি ধরে ফেলেছে রাজ্যের মানুষ। তাই এবার মুখ্যমন্ত্রীর বিদায়ের পালা। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে, তিনি তৈরি থাকুন। আগামী ২০২১ সাল তাঁর জন্য নয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আরো জানালেন যে, সর্বভারতীয় নেতা-নেত্রীদের গায়ে বহিরাগতর তকমা দিয়ে রাজ্যবাসীকে বোকা বানানোর চেষ্টা করছে যে দল। সেই দল বর্তমানে যিনি চালাচ্ছেন, অর্থাৎ তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা। তিনি কোথাকার মানুষ? তিনি জানিয়েছেন, যাকে কয়েকশো কোটি টাকা দিয়ে বসানো হয়েছে দলের শীর্ষে। সেই পিকে নিজেই একজন বহিরাগত। তৃণমূলের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন যে, আগে তৃণমূল তাঁর এই সব প্রশ্নের উত্তর দিক, তারপর বিরোধীদের দিকে আঙ্গুল তুলুক।

বহিরাগত ইস্যু প্রসঙ্গে জগন্নাথ সরকার আরো প্রশ্ন তুলেছেন যে, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহরুখ খান তিনি কোথাকার মানুষ? তিনি কি পশ্চিমবঙ্গের নাগরিক? তিনি অভিযোগ করেছেন যে, বাংলাতে কি এমন কোন প্রতিভাবান মানুষ ছিলেন না, যার জন্য বাইরে থেকে অন্য রাজ্যের একজনকে এনে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে হয়েছে?

সাংসদ প্রশ্ন করেছেন, রাজ্যের প্রশাসনিক পদে থাকা অধিকাংশ আইএএস বা আইপিএস অফিসার হলেন অবাঙালি। তাঁরা অন্য রাজ্যের মানুষ। তবে তাদের সম্পর্কে কি বলতে চান মুখ্যমন্ত্রী (মাননীয়া) ও শাসক দল তৃণমূলের নেতা-নেত্রীরা? এ প্রসঙ্গে তিনি জানালেন যে, তিনি শুনেছেন বাংলার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীও বহিরাগত। তাহলে তাঁর প্রশ্ন, শুধুমাত্র বিজেপিকে কেন বহিরাগতর তকমা দেওয়া হবে? এভাবেই বহিরাগত ইস্যুতে গতকাল ঝড় তুলে দিলেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শাসক দল তৃণমূলকে একেবারে মোক্ষম জবাব দিলেন তিনি বহিরাগত ইস্যুতে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!