এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > যুদ্ধের আবহে চীনের ঘুম উড়িয়ে ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর ভারত-রাশিয়ার! জেনে নিন বিস্তারিত

যুদ্ধের আবহে চীনের ঘুম উড়িয়ে ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর ভারত-রাশিয়ার! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভারতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে সমস্যা রয়েই গেছে। এরই মাঝে নিজেদের সীমা লঙ্ঘন করে বারবার ভারতের সীমানায় নিজেদের আস্ফালন দেখাচ্ছে চীন। যুদ্ধ লাগলো লাগলো পরিস্থিতি। এরই মধ্যে রাশিয়ার সঙ্গে চুক্তিতে একটি বড়োসড়ো পদক্ষেপ নিল ভারত। সেই সঙ্গে দেশের সামরিক শক্তিতে বেশ কিছুটা শক্তি সঞ্চয় হবে বলেই মনে করা হচ্ছে।

সম্প্রতি জানা গেছে, ভারত আর রাশিয়ার মধ্যে AK-47 203 রাইফেলস নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। AK-47 203 রাইফেল হল AK-47 রাইফেলের সবথেকে উন্নত সংস্করণ। আর এই চুক্তির ফলে এবার থেকে এই রাইফেল ভারতেই তৈরি করা যাবে বলে জানা গেছে। রাশিয়ার মিডিয়ার তরফে সরকারীভাবে শুক্রবার এই চুক্তির তথ্য দেওয়া হয়েছে। তবে কি এই AK-47 203 রাইফেল? কী বা এর বৈশিষ্ট্য?

*আনুষাঙ্গিক এবং খালি ম্যাগাজিন সহ ৩.৮ কেজি ওজন

*৮০০ মিটার একটি ফায়ারিংয়ের পরিসীমা
*মিনিটে ৭০০ রাউন্ডের ফায়ারিং রেট
*৪১৫ মিমি দৈর্ঘ্যের একটি ব্যারেল
*একটি কলাপসিবল বাটসক, একটি উন্মুক্ত এবং ভাঁজযুক্ত বাটসটক সহ যথাক্রমে 943 মিমি এবং ৭০৪ মিমি দৈর্ঘ্য
একটি স্ট্যান্ডার্ড প্লাস্টিক ৩০ রাউন্ড ম্যাগাজিন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রতিটি রাইফেল বানাতে প্রায় ১ হাজার ১০০ ডলারের খরচ হবে বলে জানা গেছে। এই রাইফেল গুলো ‘ইন্ডিয়ান স্মল আর্মস সিস্টেম (ইনসাস) 5.56×45 মিমি রাইফেলের জায়গায় আনা হবে বলে জানা গেছে। রাশিয়ার সরকারি সংবাদসংস্থা স্পুটনিক প্রকাশিত তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতীয় স্থলসেনার প্রায় ৭৭০,০০০ সংখ্যক AK-47 203 রাইফেলের প্রয়োজন। এগুলোর মধ্যে এক লক্ষ রাইফেল রাশিয়া থেকে আনা হলেও বাকি গুলো ভারতেই নির্মাণ করা হবে। তবে সেক্ষেত্রে এই রাইফেল গুলো রাশিয়া আর ভারত একসাথে মিলেই ভারতে নির্মাণ করবে বলে জানা গেছে।

এই চুক্তি আয়ুধ নির্মাণি বোর্ড আর কালাশনিকভ কনসার্নের সাথে হয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই উন্নত প্রযুক্তির রাইফেল উত্তর প্রদেশের কোরবাআয়ুধ ফ্যাক্টরিতে তৈরি করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ফ্যাক্টরিটি আগের বছর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কারখানাটি তিনটি সংস্থার মধ্যে একটি যৌথ উদ্যোগে তৈরি। এই ক্ষেত্রে যথাক্রমে অর্ডানেন্স ফ্যাক্টরি বোর্ডের (ওএফবি) ৫০.৫% অংশীদার রয়েছে এবং কালাশনিকভ এর ৪২% শেয়ারের মালিক এবং এছাড়া রোজনবোরোনেক্সপোর্টের 7.৫% শেয়ার রয়েছে। ভারতীয় সেনাবাহিনীর একজন সিইও এই কোম্পানির নেতৃত্ব দেবেন বলে জানা গেছে। সেনাবাহিনী মেজর জেনারেল সঞ্জীব সেঙ্গারকে প্রধান নির্বাহী কর্মকর্তা রূপে নিযুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!