যুদ্ধের আবহে চীনের হাতে বড় ‘অস্ত্র’ তুলে দিলেন রাহুল গান্ধী? বিস্ফোরক অভিযোগে ক্ষোভ বিজেপির কংগ্রেস জাতীয় বিজেপি রাজনীতি September 6, 2020 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মোদি বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে রাহুল গান্ধী ভারতের রাজনীতির অঙ্গনে অত্যন্ত পরিচিত। মোদির বিরুদ্ধে একাধিকবার তিনি ক্ষুরধার আক্রমণ শানিয়েছেন। নোট বাতিল থেকে শুরু করে, রাফেল, পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ, ভারত-চীন জমি বিবাদ কোন কিছতেই তিনি প্রধানমন্ত্রী ও কেন্দ্রকে সমালোচনা না করে ছাড়েননি। লাদাখে ভারত- চীন জমি বিবাদকে কেন্দ্র করে তিনি অনেকবার নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারকে অভিযোগের কাঠগড়াতে তুলেছেন। রাহুল গান্ধী লাদাখ সীমান্তে চীনের সঙ্গে ভারতের জমিবিবাদের জন্য বারবার কেন্দ্রীয় নীতিকে দায়ী করেছেন। এবার রাহুল গান্ধীর মন্তব্যকে অস্র করে আন্তর্জাতিক ফোরামে ভারত সরকারের বিরুদ্ধে আক্রমণ করবার প্রস্তুতি নিয়েছে চীন। চীন সরকারের সংবাদপত্র গ্লোবাল টাইমসের একটি প্রতিবেদন এ কথাই উঠে এলো। আর এরপরেই রাহুল গান্ধীর বিরুদ্ধে কেন্দ্রীয় শাসক দল বিজেপি অভিযোগের গলা বর্ষণ করলো। বিজেপির অভিযোগ, পাকিস্তান, চীন সমস্ত ভারত বিরোধী শক্তিগুলির অত্যন্ত কাছের মানুষ হলেন রাহুল গান্ধী। সম্প্রতি চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমসে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, ” চিনের সঙ্গে সীমান্ত সমস্যার জন্য দেশের অন্দরে অত্যন্ত চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সরকারের ঝুঁকিপূর্ণ বিদেশনীতি এবং ভ্রান্ত অভ্যন্তরীণ শাসনব্যবস্থার সুযোগে মোদির সরকারকে নাড়িয়ে দিতে প্রস্তুত কংগ্রেস। ওই দলই নিয়মিত সরকারের বিদেশনীতির সমালোচনা করছে। ” বিজেপির কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র চীনের সংবাদপত্র গ্লোবাল টাইমসে প্রকাশিত এই প্রতিবেদনকে হাতিয়ার করে রাহুল গান্ধীর বিরুদ্ধে বিষেদাগার করলেন। এ প্রসঙ্গে তিনি জানালেন গ্লোবাল টাইমসের প্রতিবেদন থেকে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে, ভারতের সেনার বিভিন্ন পদক্ষেপের ফলে আশঙ্কিত ও চূড়ান্ত হতাশ হয়ে পড়েছে চীন। আর একারণেই ভারত বিরোধী দল কংগ্রেসের সাহায্য নিয়ে তারা ভারতের উপরে চাপ সৃষ্টির একটা অপপ্রয়াস চালাচ্ছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - এ প্রসঙ্গে কেন্দ্রীয় মুখপাত্র সম্বিত পাত্র জানালেন, গ্লোবাল টাইমসে প্রকাশিত ওই প্রতিবেদনে পরিষ্কার যে চীন ও কংগ্রেসের মধ্যে একটি অচ্ছেদ্য ভালোবাসার বন্ধন রয়েছে। এ প্রসঙ্গে রাহুল গান্ধীকে অভিনন্দন দিয়ে তিনি জানালেন যে, পাকিস্তানের কাছে তিনি ইতিপূর্বে হিরো ছিলেন, এবার চীনের কাছেও তা হলেন, কিন্তু দেশের কাছে তিনি একটা বিরাট জিরো ছাড়া আর কিছুই নন। ভারতের বিভিন্ন পদক্ষেপের ফলে বেজায় সমস্যায় পড়েছে চীন । এবারে কংগ্রেসের কাঁধে ভর করে করে ভারতকে চাপে রাখার অপচেষ্টা চালাচ্ছে চীন। কংগ্রেসের এই চীন প্রীতি তার ভারত বিরোধী মনোভাবের একটা আদর্শ প্রতিচ্ছবি। এই প্রসঙ্গে তার কটাক্ষ রাহুল গান্ধীর প্রতি কটাক্ষ, ” শি জিনপিংয়ের নাম এখন বদলে হয়েছে সোনিয়া জিং এবং রাহুল পিং। ” প্রসঙ্গত, জুন মাসে দেশের বিভিন্ন বিরোধীদলের সঙ্গে এক বিশেষ বৈঠকে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন যে, একজন চীনা সৈন্যও ভারতের মাটিতে পা রাখেনি। অর্থাৎ ভারতের সীমানায় প্রবেশের দেবার পরেও চীনকে তিনি ক্লিনচিট দিয়েছিলেন। তাঁর এই বক্তব্যকে হাতিয়ার করে চীন জানিয়েছিল তারা মোটেই ভারতের ভেতরে প্রবেশ করেনি, তারা নিজেদের দেশেই আছে। এবার রাহুল গান্ধীর মন্তব্য চীনের কোন সরকারি আধিকারিক ভারতের বিরুদ্ধে প্রয়োগ করেন কিনা সেদিকেই দৃষ্টি সকলের। আপনার মতামত জানান -