এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জঙ্গলমহলে আবারও তৃণমূলে লাগল বড়সড় ধাক্কা? দলে দলে ঘাসফুল ছেড়ে যোগদান গেরুয়া শিবিরে?

জঙ্গলমহলে আবারও তৃণমূলে লাগল বড়সড় ধাক্কা? দলে দলে ঘাসফুল ছেড়ে যোগদান গেরুয়া শিবিরে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট বাংলার বুকে এখন চলছে গুরুত্বপূর্ণ 2021 এর বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। বলা যেতে পারে, এই নির্বাচন এখন এক যুদ্ধের রূপ নিয়েছে। বাংলার মসনদ দখল করতে রাজনৈতিক শক্তিগুলো অহরহ একে অপরকে বাদ দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে বর্তমানে। আর সেক্ষেত্রে বড় হয়ে দেখা দিচ্ছে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার ব্যাপারটি। সেদিকেই এখন নজর রেখেছে শাসক ও বিরোধী দল উভয়েই। আর শক্তি বাড়াতে গিয়েই চলছে একে অপরের দুর্গে আঘাত অর্থাৎ দলবদল।

এবার দলবদলের সূত্রে বেশ চাপে পড়লো রাজ্যের শাসক দল তৃণমূল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ঝাড়গ্রাম অঞ্চল জঙ্গলমহলের সীমানার মধ্যেই পড়ে। লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে জঙ্গলমহল এলাকায় তৃণমূল তার কর্তৃত্ব হারিয়ে বসে। সে জায়গায় নতুন শক্তিরূপে সামনে আসে গেরুয়া শিবির। লোকসভা নির্বাচনের পর কাটাছেঁড়া হয়ে সামনে উঠে এসেছে জঙ্গলমহল থেকে তৃণমূলের কর্তৃত্ব হারানোর কারণ হিসেবে এলাকায় তৃণমূলের নিচুস্তরের প্রবল দুর্নীতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

2021 এর বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি সামাল দিয়ে শুদ্ধিকরণের উপর জোর দিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু তা সত্ত্বেও পরিস্থিতি যে এখনো বদলায়নি, তা কিন্তু বেশ ভালোই বোঝা যাচ্ছে। অন্যদিকে জঙ্গলমহলের উন্নয়ন থমকে ইয়েছে বলে দাবী গেরুয়া শিবিরসহ রাজ্যের অন্যান্য বিরোধীদলের। কারণ অহরহ জঙ্গলমহলে তৃণমূল থেকে গেরুয়া শিবিরে দলবদল চলছে। এবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর প্রশিক্ষণ বর্গী ঝাড়গ্রাম গ্রামীণ মন্ডল হদহদীতে প্রায় 50 টি পরিবার তৃণমূল থেকে গেরুয়া শিবিরে যোগদান করলো। দলবদলকারী প্রত্যেকের হাতে ঝাড়গ্রাম বিজেপি জেলা সম্পাদক জয়ন্ত রায় দলীয় পতাকা তুলে দলে স্বাগত জানান।

গেরুয়া শিবিরের প্রবেশ করেই দলবদলকারীরা জানায়, তৃণমূলের দুর্নীতির জবাব দিতেই তাঁরা গেরুয়া শিবিরে পা দিয়েছেন। বিশেষজ্ঞদের মতে, এই দলবদলের ফলে ঝাড়গ্রাম অঞ্চলের তৃণমূলের সাংগঠনিক জোর তলানিতে এসে ঠেকলো। পাশাপাশি গেরুয়া শিবির কিন্তু ক্রমশ জোর বাড়াচ্ছে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, সময় যত যাচ্ছে ততই দলবদলের পালা বাড়ছে। তবে একথা সত্যি, এবারের বিধানসভা নির্বাচন কিন্তু কোন দলের জন্যই খুব একটা সহজ হবে না বলে মনে করা হচ্ছে। আপাতত জঙ্গলমহলকে সাথে নিয়ে 2021 এর বিধানসভা মসনদ দখলের পথে গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!