জুনিয়র চিকিৎসকদের এত অপমান মমতার? “কষ্ট পেয়েছি” জানালেন শুভেন্দু! কলকাতা তৃণমূল বিজেপি রাজনীতি রাজ্য September 28, 2024 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- জুনিয়র চিকিৎসকরা লাগাতার আন্দোলন করার পর সরকারের সঙ্গে বৈঠক করেছেন। তারপর তারা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন। কিন্তু সরকার বা এই রাজ্যে শাসক দল তাদের কি চোখে দেখে, তা একটি ঘটনার মধ্যে দিয়েই পরিষ্কার হয়ে গেল। শুভেন্দু অধিকারী যে কথা বললেন, তাতে তেমনটাই বলছে একাংশ। কিন্তু কি সেই ঘটনা? প্রসঙ্গত, এদিন সাংবাদিকদের মুখোমুখি হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই তিনি বলেন, “আমি একটা বিষয় শুনে খুব কষ্ট পেয়েছি যে, জুনিয়র চিকিৎসকরা গণ কনভেনশনের জন্য ধনধান্য অডিটোরিয়াম চেয়েছিলেন। পৌরসভা পারমিশন দিলেও আমার মনে হয় যে, মমতা ব্যানার্জির নির্দেশে সেটাকে বাতিল করা হয়েছে। সুতরাং এই রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূল দল এই জুনিয়র চিকিৎসকদের কোন চোখে দেখে, এটা বোঝা গেল। আমি খুব কষ্ট পেয়েছি।” একাংশ বলছেন, এই বক্তব্যের মধ্যে দিয়ে জুনিয়র চিকিৎসকদের বিবেক বোধকে পরোক্ষে জাগ্রত করার বার্তা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। অর্থাৎ এই রাজ্যের সরকারের সঙ্গে আলোচনায় বসে যে কোনো লাভ হবে না, সরকারের পক্ষ থেকে যে চূড়ান্ত অসহযোগিতা এসেছে, তারপর তারা যাতে রাজ্যের বিরুদ্ধেই পথে নামেন, ঘুরিয়ে সেই বার্তাই দিতে চাইলেন শুভেন্দু অধিকারী। দিনের শেষে এমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। আপনার মতামত জানান -